বিটন চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: হলদিয়ার বিজেপি বিধায়ক ও তমলুকের সাংসদের টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরেই। প্রকাশ্য়ে দুজন পরস্পরের বিরুদ্ধে মুখও খুলেছিলেন। এই পরিস্থিতিতে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরে আরও চড়া হল সেই সংঘাতের সুর। তাপসী মণ্ডল বললেন, উনি বাইরে থেকে এসে প্রার্থী হয়ে জেতার পর, বিধায়ক ও জেলা সভাপতিদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। সুর চড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বললেন, 'জঞ্জাল এবার ভাগাড়ে গেছে!'
হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল দাবি করছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার নেপথ্য়ে বিজেপির বিভাজনের রাজনীতিই মূল কারণ। হলদিয়া তৃণমূলে যোগদানকারী বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেছেন, প্রগতিশীল বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। পাল্টা অনেকেরই প্রশ্ন, বিজেপি তার জন্ম থেকে শুরু করে আজ অবধি তারা তো কট্টর হিনদুতবের রাজনীতির পথেই হেঁটেছে! আজ বিজেপি নতুন এমন কী করল, যে তাপসী মণ্ডল চমকে উঠলেন? ২০২০ সালে তিনি যখন বিজেপিতে যোগ দেন, তখন তিনি জানতেন না, বিজেপি কী ধরনের রাজনীতি করে? নাকি তাপসী মণ্ডলের দলবদলের পিছনে অন্য়তম প্রধান কারণ তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাদ?
সম্প্রতি যা চরম আকার নেয়। ১৬ ফেব্রুয়ারি, হলদিয়ায় RSS-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের একটি সভা ছিল। যেখানে আমন্ত্রণই জানানো হয়নি ভারতীয় জনতা মজদুর সেল বা BJMC নামে একটি পৃথক শ্রমিক সংগঠনকে। যে সংগঠনটি তৈরি হয়েছিল বিধায়ক তাপসী মণ্ডলের উদ্যোগে। এই নিয়ে, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দ্বন্দ্ব চরমে ওঠে। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, BMS-এর উপর যাঁরা নির্ভর করেন তাঁদেরকে ভেঙে ওই BJMC না কী...সেখানে নিয়ে চলে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদেরই দলের দু’-একজন নেত্রী স্থানীয় লোকের উদ্যোগে। সেইটা আমি করতে বারণ করেছি। এটা প্রতারণামূলক একটা সংস্থা।
তাপসী মণ্ডল বলেন, 'MP মহাশয় হলদিয়া সম্পর্কে এখনও সব কিছু জানেন না। হলদিয়ার কী পরিবেশ, কী...এগুলো উনি এখনও জানেন না।' অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যে তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ, তারমধ্য়েই পড়ে হলদিয়া। আর এখানকারই বিধায়ক তাপসী মণ্ডল। আর শিল্প শহর হলদিয়ায় শ্রমিক সংগঠনের রাশ সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে বিবাদই কি তাপসী মণ্ডলের বিজেপি ছাড়ার অন্য়তম কারণ? তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,' কিছু কিছু জঞ্জাল...। ওঁরা বিজেপিতে যে দুর্নীতি চালাচ্ছিলেন, আমি বহুদিন নজর রেখেছিলাম। অন্য যারা সৎ মানুষ আছেন, ওরা বড়লোক নন, মধ্যবিত্ত সৎ জীবনযাপন করেন, দেখেছেন, হলদিয়ায় ইউনিয়ন নামে পয়সা নেওয়া, মালিকপক্ষ থেকে টাকা নেওয়া। এই কাজ বন্ধ করা দরকার। বিএমএস সক্রিয় হয়।'
হলদিয়া তৃণমূলে যোগদানকারী বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল সাংবাদিক বৈঠকে বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সাংসদ হিসেবে প্রার্থী করেছেন শুভেন্দুবাবু বা দল (বিজেপি) দিয়েছে, জানি না কেন। তমলুক লোকসভা কেন্দ্রে ওঁকে (অভিজিৎ গঙ্গোপাধ্যায়) বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছে। তাই বাইরে থেকে গিয়ে, সরাসরি এলাকার মানুষের সঙ্গে, বিধায়কের সঙ্গে, জেলা সভাপতির সঙ্গে বা অন্যান্য দলীয় কর্মীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া, সেটা তাঁর স্বাভাবিক পরিবেশ নয়। তাই তাঁকে সামনে রেখে, আমি মনে করি তারমধ্যে থেকে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার জায়গা এবং আমাকে কোণঠাসা করার জায়গা তৈরি করা হয়েছিল। এটাই হচ্ছে বাস্তব।
আরও পড়ুন , হঠাৎ অসুস্থ সৌগত রায়, নেওয়া হল দিল্লির হাসপাতালে !
তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর বিজেপির তমলুক সাংগঠনিক জেলা পার্টি অফিসের ব্যানার থেকে তার ছবি কেটে সরিয়ে দিলেন বিজেপি নেতাকর্মীরা। সেগুলো বাইরে এনে পুড়িয়েও দেওয়া হয়। এমনকি মিষ্টি বিতরণও করেন বিজেপির নেতাকর্মীরা।