কলকাতা: দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের হেভিওয়েট নেতা থেকে প্রাক্তন মন্ত্রী। সেই নিয়ে সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের (Dilip Ghosh)। তাঁর দাবি, দিল্লিতে দুই মন্ত্রী ডেলে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালকেও ডেকে পাঠানো হয়েছে। মমতাকে কেন ডাকা হবে না, কেন তিনি বাদ যাবেন, প্রশ্ন তুললেন দিলীপ। পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক নন, 'আসল জায়গা ওটাই' বলেও দাবি করলেন দিলীপ। (Dilip on Mamata)
খড়্গপুরে একটি সমাবেশে বক্তৃতা করতে গিয়ে এই মন্তব্য করেছেন দিলীপ। তাঁর বক্তব্য, "সব মন্ত্রী, বিধায়করা যাচ্ছেন। দিল্লিতেও দু'জন মন্ত্রী জেলে গিয়েছেন। ইডি-র অফিসে চা পানের ডাক পেয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী। তাহলে আমাদের দিদি কেন ডাক পাবেন না? তাঁর এত গুণধর ভাই-বোন, বাড়ির লোকজন, সবাই যদি ডাক পায়...আসল জায়গা তো ওটাই! উনি কেন ছাড় পাবেন?"
মমতাকে কটাক্ষ করে দিলীপ বলেন, "একবার ডেকে চা পান করাক সিবিআই। কেমন গরম চা দেখে আসুন! আমার মনে হয় নতুন সুযোগে সেই সুযোগ আসবে। দিদিও নিমন্ত্রণ পাবেন। তবে তাড়াতাড়ি হওয়া উচিত। বাংলার মানুষের তেমনই দাবি। আজ জ্যোতিপ্রিয় বলছেন দিদি সব জানেন। দিদি সব জানেন বলছেন পার্থও। কুণালও বলছেন... আমরা বলছি না। আপনার ভাইদের কথা শুনে বলছি। ভাইরা ভাল করে জানেন দিদি কী করেন, কার কাছ থেকে কত নেন। ডাক পড়া চাই। কেউ যেন বাইরে না থাকে। নতুন বছরে কিছু জনকে জেলের ভাত খেতে হবে।"
দিলীপের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর বক্তব্য, "কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কী করবে, তার আগামী পূর্বাভাস দিয়ে দিচ্ছেন বিভিন্ন বিভিন্ন নেতা। বেশির ভাগ ক্ষেত্রে তা মিলেও যাচ্ছে। আজ দিলীপ বলছেন, দিদি চিঠি পাবেন। এই সমস্ত ঘটনা থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে, ইডি, সিবিআই, আয়কর দফতরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি বিজেপি-র শাখা সংগঠন হিসেবে কাজ করছে। আমরা তো বার বারই বলে আসছি।"
অন্য দিকে, তৃণমূলের সভার জন্য ব্যাক ডেটে অনুমতি দিলেও, দিলীপের খড়্গপুরে মিছিল এবং সভা করার আবেদন নাকচ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। এলাকা এবং রুট বদল করেও মেলেনি পুলিশের অনুমতি। আজ খড়গপুর শহরের বারোভেতিয়া থেকে খড়গপুর পুরসভা পর্যন্ত মিছিল করে সভা করার কথা ছিল দিলীপের। একই জায়গায়, একই দিনে এবং একই সময়ে তৃণমূলের সভা আছে বলে দিলীপের মিছিল এবং সভার আবেদন নাকচ করে পুলিশ। এলাকা পরিবর্তন করে আজই অন্য়ত্র মিছিল এবং সভা করার জন্য ফের পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি। এই আবেদনেও অনুমতি মেলেনি বলে দাবি দিলীপের। বিষয়টি খোঁজ নিয়ে জানানোর আশ্বাস দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।