রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জঙ্গলের পাশে অবৈধভাবে টাউনশিপ (Illegal Township) করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার (State Government), এই অভিযোগে জলপাইগুড়ির বিজেপির সাংসদ (BJP MP) জয়ন্ত রায়ের নেতৃত্বে ৮ দলীয় লাটাগুরি জঙ্গল (Lataguri Forest) সংলগ্ন এলাকায় আবাসন নির্মাণের এলাকা পরিদর্শন করলেন। ওই দলে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও।


কী অভিযোগ?
লাটাগুড়ি ঝাড় মাটিয়ালিতে বাম আমলে কয়েক একর জমি অধিগ্রহণ করে একটি শিল্প গোষ্ঠী। টাউনশিপ তৈরির কাজও শুরু করেছে তারা। বিজেপির শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, গোটা প্রক্রিয়াটিই অনৈতিক। প্রয়োজনে এই অনৈতিক কাজ বন্ধের জন্য হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা। বিধানসভায় ইতিমধ্যেই তিনি আওয়াজ তুলেছেন বলে দাবি শঙ্করের। তাঁর দাবি, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জঙ্গলের ৫০ মিটারের মধ্যেই এই টাউনশিপ গড়ে তোলা হচ্ছে। যদিও বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী জানান, এই আবাসনটির নির্মাণের কাজ অবৈধ ভাবে চলছে। তারা এটা বন্ধের জন্য প্রয়োজনে এলাকাবাসীদের নিয়ে গণ আন্দোলনও গড়ে তুলবেন। এই প্রকল্প নিয়ে বিধানসভার চিফ হুইপ মনোজ টিজ্ঞার জেলাশাসক এবং বনদফতরেও  স্মারকলিপি জমা দেওয়ার কথা।


বেআইনিভাবে বিল বোজানোর প্রতিবাদ...
বেআইনিভাবে বিল বুজিয়ে চলছে নির্মাণ কাজ! এই অভিযোগেই গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার নুরনগর। ক্ষুব্ধ গ্রামবাসীরা চড়াও হলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে। উপপ্রধানকে মারধরের চেষ্টার অভিযোগও উঠল। ঘটনার নেপথ্যে বিরোধীদের ইন্ধন দেখছে তৃণমূল। বিক্ষোভ-বচসা, পঞ্চায়েত অফিসের ভিতরে ঢুকে পড়লেন গ্রামবাসীরা। উপপ্রধানকে ধাক্কা থেকে মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। চলল ভাঙচুর। দিনক্ষণ ঘোষণা না হলেও, শুরু হয়ে গেছে পঞ্চায়েত ভোটের প্রচার যুদ্ধ। এই পরিস্থিতিতে, পঞ্চায়েতে ঢুকে উপপ্রধানকে মারধরের চেষ্টার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল, উত্তর ২৪ পরগনার দেগঙ্গার তৃণমূল পরিচালিত নুরনগর গ্রাম পঞ্চায়েত। গ্রামবাসীদের দাবি, ৪ থেকে ৫টি গ্রামের জল নিকাশের মাধ্যম এই কালিয়ানি বিল। তাদের অভিযোগ, সেই কালিয়ানি বিল বেসরকারি কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে সেখানে নির্মাণকাজ শুরু করেছেন তৃণমূল পরিচালিত নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সদস্যরা। গ্রামবাসীদের অভিযোগ, এখানে নির্মাণকাজ হলে, মুখ থুবড়ে পড়বে ৪টি গ্রামের নিকাশি ব্যবস্থা। শুক্রবার এই নির্মাণের প্রতিবাদে নুরনগর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারী বাসিন্দা আরিফুল ইসলামের কথায়, 'জল নিকাশী ব্যবস্থা  একেবারে ভেঙে পড়বে।'


আরও পড়ুন:'কৌস্তভ বাগচীর বাড়িতে CRPF মোতায়েনে সমস্যা রয়েছে', আদালতে জানাল কেন্দ্র