নবান্ন অভিযানে পুলিশি বাধার অভিযোগ তুলে আদালতে বিজেপি, রিপোর্ট চাইল হাইকোর্ট

BJP Nabanna Abhijan Live Updates: বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের: বিজেপির নবান্ন অভিযান ঘিরে ২০০০ পুলিশ, ৩২জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২জন ইন্সপেক্টর মোতায়েনের ব্যবস্থা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Sep 2022 07:55 PM

প্রেক্ষাপট

কলকাতা : আজ বিজেপির নবান্ন অভিযান। তা ঘিরে পদ্ম শিবিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। তেমনই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। নবান্ন অভিযান ঘিরে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। নবান্ন অভিযান রোখার জন্য রাস্তায় বিভিন্ন...More

BJP Nabanna Abhijan Live : বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’, বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনে

বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’, বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনে। মহিলা কমিশনের পদক্ষেপ করা উচিত, রিট্যুইট অমিত মালব্যর।