নবান্ন অভিযানে পুলিশি বাধার অভিযোগ তুলে আদালতে বিজেপি, রিপোর্ট চাইল হাইকোর্ট

BJP Nabanna Abhijan Live Updates: বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের: বিজেপির নবান্ন অভিযান ঘিরে ২০০০ পুলিশ, ৩২জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২জন ইন্সপেক্টর মোতায়েনের ব্যবস্থা

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 13 Sep 2022 07:55 PM
BJP Nabanna Abhijan Live : বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’, বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনে

বিজেপির মিছিলে মহিলাদের উপর পুরুষ কনস্টেবলদের ‘অত্যাচার’, বিষয়টি নজরে আনা হয়েছে, ট্যুইট জাতীয় মহিলা কমিশনে। মহিলা কমিশনের পদক্ষেপ করা উচিত, রিট্যুইট অমিত মালব্যর।

BJP Nabanna Rally: বিজেপির নবান্ন অভিযান ঘিরে অবরোধের জেরে বিভিন্ন জায়গায় আটকে পড়ল স্কুল বাস

বিজেপির নবান্ন অভিযান ঘিরে অবরোধের জেরে বিভিন্ন জায়গায় আটকে পড়ল স্কুল বাস। স্কুলে যাওয়ার পথে কোথাও ২ ঘণ্টা, কোথাও ১ ঘণ্টা আটকে থাকে পড়ুয়ারা। হেয়ার স্কুলে আবার যানজটের আশঙ্কায় পরীক্ষার দেড় ঘণ্টা আগেই গাড়িতে করে বা পায়ে হেঁটে পড়ুয়াদের নিয়ে পৌঁছে যান অভিভাবকরা।

BJP Nabanna Abhijan Live : নবান্ন অভিযানে 'পুলিশি বাধা', হাইকোর্টে বিজেপি, রিপোর্ট চাইল আদালত

নবান্ন অভিযানে পুলিশের বাধার অভিযোগ পদ্ম শিবিরের। এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। এই ঘটনায় স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। 

BJP Nabanna Abhijan Live : রণক্ষেত্র সাঁতরাগাছি, বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন আহত

সাঁতরাগাছিতে মারমুখী বিজেপি-পাল্টা পুলিশের লাঠিচার্জ। মাঝখানে বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকলেন আহত। 

BJP Nabanna Rally: শান্তিপুরে পার্থ-অর্পিতা সাজিয়ে কাপড় দিয়ে হাত বেঁধে, চোর ধরেছি স্লোগান তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের

নবান্ন অভিযানকে কেন্দ্র করে শান্তিপুরের বিজেপি কর্মীদের অভিনব উদ্যোগ। পার্থ-অর্পিতা সাজিয়ে কাপড় দিয়ে হাত বেঁধে, চোর ধরেছি স্লোগান তুলে ট্রেনে ওঠেন বিজেপি কর্মী, সমর্থকরা।

BJP Nabanna Abhijan Live : নদিয়ায় বাস আটকায় পুলিশ, প্রতিবাদে জাতীয় সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা

হরিণঘাটার জাগুলিতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর বাগদা ও হরিণঘাটা থেকে আসা বিজেপি কর্মীদের বাস আটকায় পুলিশ। প্রতিবাদে জাতীয় সড়কে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তৈরি হয় প্রবল যানজট। ভোগান্তির শিকার যাত্রীরা। 

BJP Nabanna Rally: বিজেপির নবান্ন অভিযান ঘিরে গনগনে গঙ্গাপাড়

নবান্ন অভিযান ঘিরে গনগনে আঁচে তপ্ত গঙ্গার দুই পাড়। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধে রণক্ষেত্র সাঁতরাগাছি, তুলকালাম লালবাজার, মহাত্মা গান্ধী রোডে। 

BJP Nabanna Abhijan Live Updates : ‘বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই’ : মমতা

‘বিজেপির নবান্ন অভিযানে লোক হয়নি, বেলুন ফুটো হয়ে গেছে, গুরুত্ব দেওয়ার দরকার নেই’, খড়গপুরে ২ মেদিনীপুর জেলা নেতৃত্বের বৈঠকে মন্তব্য মমতার।

BJP Nabanna Abhijan Live Updates : ব্যারাকপুর কমিশনারেট থেকে বিশেষ বাহিনী আনা হল সাঁতরাগাছির পরিস্থিতি সামলাতে

রণক্ষেত্রে সাঁতরাগাছি। পরিস্থিতি সামলাতে  ব্যারাকপুর কমিশনারেট থেকে বিশেষ বাহিনী আনা হল সাঁতরাগাছিতে।

BJP Nabanna Rally: জখম বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত, মাথায় আঘাত, আহত বেশ কিছু পুলিশকর্মীও

জখম বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত, মাথায় আঘাত, আহত বেশ কিছু পুলিশকর্মীও।

BJP Nabanna Abhijan Live Updates : সাঁতরাগাছিতে নতুন করে উত্তেজনা, পিছু হঠতে বাধ্য হচ্ছে পুলিশ

সাঁতরাগাছিতে নতুন করে উত্তেজনা, পিছু হঠতে বাধ্য হচ্ছে পুলিশ। বিজেপি কর্মীদের ক্রমাগত ইটবৃষ্টি। কাঁদানে গ্যাসের শেল ফাটাল পুলিশ।

BJP Nabanna Rally: সমাজবিরোধীদের ঢুকিয়ে বাংলায় কি অরাজকতা ছড়াতে চাইছে বিজেপি ? : ফিরহাদ

ঝাড়খণ্ড থেকে বিহার থেকে সমাজবিরোধীদের ঢুকিয়ে বাংলায় কি অরাজকতা ছড়াতে চাইছে বিজেপি? বিজেপির নবান্ন অভিযানে গণ্ডগোল নিয়ে প্রশ্ন ফিরহাদের।

BJP Nabanna Abhijan Live Updates : শুভেন্দুকে আটকের প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপির, লাঠিচার্জ পুলিশের

নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারীকে আটক করার প্রতিবাদে লালবাজারের সামনে বিজেপির বিক্ষোভ। লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ। বিক্ষোভকারীদের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে সরিয়ে দেয় পুলিশ।

BJP Nabanna Rally: লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন

এম জি রোডে পুলিশের গাড়িতে আগুন। লালবাজারের কাছে পুলিশের গাড়িতে আগুন। দাউদাউ করে জ্বলছে গাড়ি।

BJP Nabanna Abhijan Live Updates : লালবাজারে শুভেন্দু, ধর্নায় সুকান্ত

এপার ওপার, তোলপাড় গঙ্গার দু'পাড়। লালবাজারে শুভেন্দু। ধর্নায় সুকান্ত। বিজেপি কর্মীদের নিয়ে নবান্নমুখী দিলীপ। 

BJP Nabanna Abhijan : হাওড়া ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে দিলেন বিজেপি কর্মীরা

নবান্ন অভিযান কার্যত রণক্ষেত্র। হাওড়া ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা।

BJP Nabanna Abhijan Live Updates : সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা

বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নিল কোনা এক্সপ্রেসওয়ে। সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, পাথর, বাঁশ। গার্ড রেল ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। পাল্টা জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের তাড়া করে পুলিশ। রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায় কোনা এক্সপ্রেসওয়েতে।

BJP Nabanna Abhijan : বিজেপির মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের

বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সাঁতরাগাছিতে। কর্মসূচি রুখতে মরিয়া পুলিশ। কর্মসূচির শুরুতেই বিজেপি কর্মীদের লক্ষ্য করে জলকামান ব্যবহার পুলিশের। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট, বাঁশ ছোড়ে বিজেপি সমর্থকরা। মিছিল ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। লাঠি উঁচিয়ে তেড়েও যায় পুলিশ। 

BJP Nabanna Abhijan : ধুন্ধুমার অবস্থা সাঁতরাগাছিতে, বিজেপি কর্মী-সমর্থকদের রুখতে জলকামানের ব্যবহার পুলিশের

ধুন্ধুমার অবস্থা চেহারা সাঁতরাগাছিতে। বিজেপি কর্মী-সমর্থকদের রুখতে জলকামানের ব্যবহার পুলিশের। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট বিজেপি কর্মীদের।

BJP Nabanna Abhijan : নবান্ন চত্বরে বেনজির নিরাপত্তা ব্যবস্থা পুলিশের, কার্যত দুর্গে পরিণত

তিন দিক থেকে নবান্নমুখী মিছিল। নবান্ন চত্বরে বেনজির নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। কার্যত দুর্গে পরিণত।

BJP Nabanna Abhijan : নবান্ন অভিযানে যাওয়ার পথে গাইঘাটায় বিজেপির বাস আটকানোয় যশোর রোড অবরোধ

নবান্ন অভিযানে যাওয়ার পথে গাইঘাটায় বিজেপির বাস আটকানোয় যশোর রোড অবরোধ। পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতা, কর্মীদের। ঘটনাস্থলে যান গাইঘাটা থানার পুলিশ আধিকারিকরা ও বনগাঁর এসডিপিও। 

BJP Nabanna Abhijan : নবান্ন অভিযানের শুরুতেই শুভেন্দুকে আটকে দিল পুলিশ

নবান্ন অভিযানের শুরুতেই শুভেন্দুকে আটকে দিল পুলিশ। পিটিএসে দ্বিতীয় হুগলি সেতুর মুখেই ব্যারিকেডে আটকে গেলেন শুভেন্দু, লকেট। পুলিশের সঙ্গে বচসা। কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতাকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। আটক লকেট, রাহুলও।

BJP Nabanna Abhijan : আলিপুরে PTS-এর সামনে বাধা, আটক শুভেন্দু, লকেট ও রাহুল সিনহা

নবান্ন অভিযানে শুভেন্দু-লকেটকে বাধা। আলিপুরে PTS-এর সামনে বাধা। আটক শুভেন্দু, লকেট ও রাহুল সিনহা।

BJP Nabanna Abhijan : তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে মারধর

নবান্ন অভিযান ঘিরে তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে আটকে দেওয়ায় বিজেপির পথ অবরোধ। বিক্ষোভ চলাকালীন সেখান দিয়ে যাওয়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান তারক জানাকে দেখে তেড়ে যান বিজেপি কর্মীরা। তাঁকে মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয়। তারক জানা তৃণমূল পরিচালিত রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।

BJP Nabanna Abhijan : বাস, গাড়ি আটকাচ্ছে পুলিশ, তাই জলপথে রওনা বিজেপি কর্মীদের

বাস, গাড়ি আটকাচ্ছে পুলিশ। তাই জলপথে রওনা বিজেপি কর্মীদের। মগরার ত্রিবেণী ঘাট থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেন তাঁরা।

BJP Nabanna Abhijan : দিলীপ ঘোষের মিছিল আটকাতে বন্ধ করা হল হাওড়া ব্রিজ

দিলীপ ঘোষের মিছিল আটকাতে বন্ধ করা হল হাওড়া ব্রিজ। যান চলাচল বন্ধ। যাত্রীদের ভোগান্তি চরমে।

BJP Nabanna Abhijan : নবান্ন অভিযানে বাধা, প্রতিবাদে খেজুরির তেখালি মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

নবান্ন অভিযানে যেতে বাধা পুলিশের। প্রতিবাদে খেজুরির তেখালি মোড়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের।

BJP Nabanna Abhijan : পার্থ-অর্পিতা সাজিয়ে চোর ধরেছি স্লোগান, শান্তিপুরের বিজেপি কর্মীদের অভিনব উদ্যোগ

নবান্ন অভিযানকে কেন্দ্র করে শান্তিপুরের বিজেপি কর্মীদের অভিনব উদ্যোগ। পার্থ-অর্পিতা সাজিয়ে কাপড় দিয়ে হাত বেঁধে, চোর ধরেছি স্লোগান তুলে ট্রেনে ওঠেন বিজেপি কর্মী, সমর্থকরা।

BJP Nabanna Abhijan : পটাশপুরে নবান্নমুখী বিজেপি কর্মীদের বাস আটকায় পুলিশ, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ

পটাশপুরের চিস্তিপুর বাস স্ট্যান্ডের কাছে নবান্নমুখী বিজেপি কর্মীদের বাস আটকায় পুলিশ। প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। 

BJP Nabanna Abhijan : নবান্ন অভিযান আটকাতে কাঁথি স্টেশনে মোতায়েন প্রচুর পুলিশ

নবান্ন অভিযান আটকাতে কাঁথি স্টেশনে মোতায়েন প্রচুর পুলিশ। পুলিশি বাধা টপকেই কাঁথি স্টেশন থেকে রওনা দিলেন বিজেপি কর্মীরা। 

BJP Nabanna Abhijan : নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড়ে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা

নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড়ে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা। বিজেপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।তমলুক টোল প্লাজার সামনেও বিজেপির মিছিল রুখে দেয় পুলিশ।

BJP Nabanna Abhijan : ডানকুনিতে কলকাতা ও হাওড়ামুখী রাস্তায় তীব্র যানজট

ডানকুনিতে কলকাতা ও হাওড়ামুখী রাস্তায় তীব্র যানজট। বিজেপির অভিযোগ, নবান্ন অভিযান আটকাতেই যানজট তৈরি করছে পুলিশ। যদিও পুলিশের দাবি, নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় মোতায়েন করা অতিরিক্ত বাহিনী ও কমব্যাট ফোর্স।

BJP Nabanna Abhijan : অধিকারের সীমারেখাটাই বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের

আরপিএফ, রেল পুলিশ আছে। তাও রেল স্টেশনে ঢুকে যাচ্ছে রাজ্য পুলিশ। অধিকারের সীমারেখাটাই বুঝতে পারছেন না মুখ্যমন্ত্রী, কটাক্ষ দিলীপের।

BJP Nabanna Abhijan : নবান্ন অভিযানে যাওয়ার আগে বোলপুর স্টেশনে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা

নবান্ন অভিযানে যাওয়ার আগে বোলপুর স্টেশনে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা। স্টেশন চত্বর থেকে বের করে দেওয়ার চেষ্টা করায় বোলপুর স্টেশনের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। >>

BJP Nabanna Abhijan : 'পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব' উঠছে স্লোগান

'পুলিশ তুমি যতই ধরো ট্রেনে করে নবান্ন যাব' -এই স্লোগান দিয়ে কাটোয়া থেকে লোকাল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন বিজেপি কর্মী, সর্মথকরা। বিজেপির দাবি, তৃণমূলের বাধা এড়াতে কৌশলী ভূমিকা নেন তাঁরা। গ্রাম থেকে স্বাভাবিকভাবে স্টেশনে এসে পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। 

West Bengal News : যেখানে পুলিশ আটকাবে, সেখানেই বসে ধর্না : দিলীপ ঘোষ

যেখানে পুলিশ আটকাবে, সেখানেই বসে ধর্না, হুঙ্কার দিলীপ ঘোষের।

BJP Nabanna Abhijan : শিয়ালদা স্টেশনের বাইরে খাওয়াদাওয়ার আয়োজন BJP র

শিয়ালদা স্টেশনের বাইরে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা বিজেপি কর্মী, সমর্থকদের দলের তরফেখাওয়ানো হচ্ছে ভাত, ডাল, তরকারি। 

BJP Nabanna Abhijan Live Updates : নবান্ন অভিযান ঘিরে তৎপর পুলিশ, হাওড়ার বেলেপোলেই আটকে দেওয়া হচ্ছে কলকাতামুখী সব গাড়ি

বিজেপির নবান্ন অভিযান ঘিরে তত্পর পুলিশ। ৬ কিলোমিটার দূরত্বে হাওড়ার বেলেপোলেই আটকে দেওয়া হচ্ছে কলকাতামুখী সব গাড়ি। শুধুমাত্র পুলিশের গাড়ি ও অ্যাম্বুল্যান্সে ছাড়।

BJP Nabanna Abhijan Live : রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা পুলিশের

রানিগঞ্জ স্টেশনে বিজেপি কর্মীদের ঢুকতে বাধা পুলিশের। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি। কয়েকজন জোর করে স্টেশনে ঢুকে পড়লে ৫ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। কুলটির বরাকর স্টেশনেও বিজেপি কর্মীদের দেখে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশ কর্মীদের। একজনকে গ্রেফতার করা হয়।

BJP Nabanna Abhijan Live Updates : গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ের একাংশ

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মজুত রয়েছে ২টি জল কামান। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আসার কথা। সেখানে জিটি রোডের ওপর তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড।

BJP Nabanna Abhijan Live : কলকাতায় যাওয়ার পথে রামপুরহাট স্টেশনে আটক ১০ জন বিজেপি কর্মী

নবান্ন অভিযান রুখতে পুলিশি তত্পরতা। কলকাতায় যাওয়ার পথে রামপুরহাট স্টেশনে আটক ১০ জন বিজেপি কর্মী। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে আরেকটি দল ট্রেনে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দেয়।>

BJP Nabanna Abhijan Live Updates : ঘুরপথে পানাগড় স্টেশনে এসে অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন কাঁকসার বিজেপির কর্মীরা

ঘুরপথে পানাগড় স্টেশনে এসে অগ্নিবীণা এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিলেন কাঁকসার বিজেপির কর্মীরা। চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পানাগড় স্টেশনে ঢোকার মুখেও পুলিশ। তাই পুলিশি বাধা এড়াতেই ঘুরপথে স্টেশনে আসা, জানিয়েছেন বিজেপির কাঁকসা ২ নম্বরের মণ্ডল সভাপতি ইন্দ্রজিৎ ঢালি।

BJP Nabanna Abhijan Live : বিজেপি বুঝে গেছে নিজে কিছু করতে পারবে না, কুণাল ঘোষের কটাক্ষ

BJP র নবান্ন অভিযান নিয়ে কুণাল ঘোষের কটাক্ষ। ' বিজেপি বুঝে গেছে নিজে কিছু করতে পারবে না, তাই কখনও বাম, কখনও তৃণমূলকে আমন্ত্রণ। এককভাবে কর্মসূচি সফল করতে পারবে না। সাড়া পাচ্ছে না বলে এই অবস্থা ' 

BJP Abhijan Live : বিজেপিকে রুখে দিতে মজুত জল কামান, মোতায়েন প্রচুর পুলিশ

নবান্ন পৌঁছনোর আগেই বিজেপিকে রুখে দিতে মজুত রয়েছে ২টি জল কামান। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আসার কথা। সেখানে জিটি রোডের ওপর তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড।

Suvendu Adhikari Live : নবান্ন অভিযানের আগে,সাঁতরাগাছিতে বসে গেল ব্যারিকেড

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে। 

Suvendu Adhikari Live : নবান্ন অভিযানের আগে, বামেদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ আহ্বান শুভেন্দুর

বিজেপির নবান্ন অভিযানের আগে, বামেদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বামপন্থী বন্ধুরা সত্যি যেতে চাইলে, ১৩ তারিখে, আমাদের সাথে নবান্ন চলুন। যদিও, সিপিএম এতে গুরুত্ব না দিয়ে, বিজেপির বিরুদ্ধেই পাল্টা আক্রমণ শানিয়েছে।

BJP Rally Live Updates : মিছিল আটকাতে বিভিন্ন জায়গায় ত্রিস্তরীয় ব্যারিকেড

কলেজ স্কোয়ারে মিছিলের নেতৃত্বে দিলীপ। হাওড়া ময়দান থেকে মিছিল সুকান্তর। সাঁতরাগাছি থেকে মিছিল শুভেন্দুর। মিছিল আটকাতে বিভিন্ন জায়গায় ত্রিস্তরীয় ব্যারিকেড। 

BJP Nabanna Abhijan Live Updates : নবান্ন অভিযানের আগে বামেদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ আহ্বান শুভেন্দুর

বিজেপির নবান্ন অভিযানের আগে, বামেদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বামপন্থী বন্ধুরা সত্যি যেতে চাইলে, ১৩ তারিখে, আমাদের সাথে নবান্ন চলুন। যদিও, সিপিএম এতে গুরুত্ব না দিয়ে, বিজেপির বিরুদ্ধেই পাল্টা আক্রমণ শানিয়েছে।

BJP Rally Live Updates : আজ বিজেপির নবান্ন অভিযান, তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে

আজ বিজেপির নবান্ন অভিযান। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও

প্রেক্ষাপট

কলকাতা : আজ বিজেপির নবান্ন অভিযান। তা ঘিরে পদ্ম শিবিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। তেমনই চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রশাসনও। নবান্ন অভিযান ঘিরে প্রস্তুতি নিচ্ছে পুলিশ। নবান্ন অভিযান রোখার জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিচ্ছে পুলিশ-প্রশাসন। দ্বিতীয় হুগলি সেতুতেও শুরু হয়েছে ব্যারিকেড দেওয়ার প্রক্রিয়া।


কোথায় কীভাবে পরিকল্পনা:  কলেজ স্কোয়ার থেকে দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল হওয়ার কথা। সেই মিছিল হাওড়া ব্রিজেই আটকাবে পুলিশ। সূত্রের খবর, কলেজ স্কোয়ার থেকে এমজি রোড হয়ে নবান্ন যাওয়ার কথা রয়েছে ওই মিছিলের। তার আগে হাওড়া সেতুতেই বাধা দেওয়ার কথা। 


সেতুতেও পুলিশি নজর: দ্বিতীয় হুগলি সেতুতে ব্য়ারিকেড দেওয়া হয়েছে। দ্বিতীয় হুগলি সেতুর ৮টি র‍্যাম্পেই থাকবে পুলিশ। বিজেপির মিছিল হাওড়ার দিকে যাওয়া আটকাতে পুলিশি ব্যারিকেড।


কত পুলিশ মোতায়েন: সূত্রের খবর, বিজেপির নবান্ন অভিযান ঘিরে ২০০০ পুলিশ, ৩২জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২জন ইন্সপেক্টর মোতায়েন থাকবে।










  • বন্ধ থাকতে পারে হাওড়া ব্রিজ-দ্বিতীয় হুগলি সেতু।

  • সকাল ১১-বিকেল ৩: এনসি স্ট্রিট, কলেজ স্ট্রিট এড়ানোর পরামর্শ।

  • কলেজ স্ট্রিট, এনসি স্ট্রিটের বদলে লেনিন সরণি-মৌলালি-এজেসি বোস রোড।

  • বেলা ১২টা থেকে বন্ধ থাকতে পারে আমহার্স্ট স্ট্রিট হয়ে এমজি রোডের একাংশ।

  • এমজি রোডের বদলে এপিসি রোড, শিয়ালদা উড়ালপুল ব্যবহারের পরামর্শ।

  • বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাওড়া ব্রিজ এড়ানোর পরামর্শ পুলিশের।

  • সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এড়ানোর পরামর্শ।


এরই মধ্যে উঠছে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর থেকে বিজেপি কর্মীরা নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসেছিলেন। সেখানেই বিজেপি কর্মীদের বাধা দিতে দেখা গেল কিছু পুলিশকর্মীকে। উত্তরবঙ্গ জুড়েই বাধা দেওয়ার এই ছবিটা দেখা দিয়েছে সোমবার। স্টেশনে দাঁড়ানো স্পেশাল ট্রেনে উঠতে বাধা দেওয়ার ছবি দেখা গিয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.