উজ্জ্বল মুখোপাধ্যায়, সুনীত হালদার , হাওড়া :  বিজেপির নবান্ন অভিযান  ( BJP Nabanna Abhijan ) ঘিরে তত্পর পুলিশ।


মিছিল ও যাত্রী হয়রানি
৬ কিলোমিটার দূরত্বে হাওড়ার বেলেপোলেই আটকে দেওয়া হচ্ছে কলকাতামুখী সব গাড়ি। শুধুমাত্র পুলিশের গাড়ি ও অ্যাম্বুল্যান্সে ছাড়। এর জেরে হাওড়ায় ভীষণ সমস্যায় নিত্যযাত্রীরা। 


শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল
অন্যদিকে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে। তার আগে সকালেই গার্ড রেল দিয়ে ঘিরে দেওয়া হল কোনা এক্সপ্রেসওয়ের একাংশ। গার্ড রেল ঝালাই করে রাস্তায় গর্ত খুঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মজুত রয়েছে ২টি জল কামান। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। 


জিটি রোডের ওপর ব্যারিকেড 
হাওড়া ময়দান থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিল আসার কথা। সেখানে জিটি রোডের ওপর তৈরি করা হয়েছে পুলিশি ব্যারিকেড। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিন দিক থেকে মিছিল আসবে নবান্নর দিকে। পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত পুলিশও। বিভিন্ন জায়গায় থাকছে ত্রিস্তরীয় ব্যারিকেড, জলকামান, কাঁদানে গ্যাস। মোতায়েন থাকবেন প্রায় ২ হাজার পুলিশকর্মী।


 পঞ্চায়েত ভোটের আগে, এই কর্মসূচিতে ভর করে, পালে হাওয়া টানতে মরিয়া গেরুয়া শিবির। মঙ্গলবার তিন দিক থেকে বিজেপির মিছিল আসবে নবান্নের দিকে। 



  • কলেজ স্কোয়ার থেকে আসা মিছিলের নেতৃত্বে থাকবেন দিলীপ ঘোষ। 

  • হাওড়া ময়দান থেকে আসা মিছিলের সামনে থাকবেন সুকান্ত মজুমদার।

  • শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল আসবে সাঁতরাগাছি থেকে।



 লড়াই হবে লড়াই : সুকান্ত
সাত সকালেই জেলা জেলা থেকে এসে পৌঁছচ্ছে বিজেপি কর্মীরা। হাওড়ায় সকালেই এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে দিকে দিকে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, তার মধ্যেই যাঁরা হাওড়া এসে পৌঁছেছেন, তাঁদের ধন্যবাদ জানালেন সুকান্ত। বললেন, ' চারিদিকে পুলিশ দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ সরকার বিজেপির ভয়ে থরহরি কম্প। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই বিজেপির নবান্ন অভিযান  আটকানোর চেষ্টা করে যাচ্ছেন। ... লড়াই হবে লড়াই ! '