সৌভিক মজুমদার, কলকাতা : নবান্ন অভিযানের উত্তাপের আঁচ ২ দিন পরও কমল না। বরং অভিযোগ , পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি।  ২ দিন পর আজ লালবাজার অভিযান কর্মসূচি নিয়েছে বিজেপি । অন্যদিকে তাঁদের অভিযোগ, গেরুয়া শিবিরের কর্মাদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে। 

' বহু কর্মীকে মিথ্যে কেস '
বিজেপির দাবি, নবান্ন অভিযানে দলের বহু কর্মীকে মিথ্যে কেস দিয়ে গ্রেফতার করা হয়েছে, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। আজ দুপুর ১টায় শুনানির সময় ধার্য হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।   


'লালবাজার অভিযানের ডাক'
অন্যদিকে,  বিজেপির উত্তর -দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার তরফে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে আজ। সেইসঙ্গে বিজেপি জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচিও নিয়েছে। মহানগরের রাজপথে আজ থিকথিক করছে পুলিশ। নবান্ন অভিযানে পুলিশি জোরজুলুমের অভিযোগে থানা ঘেরাও করা হবে বলে খবর বঙ্গ বিজেপি সূত্রে। 

দোষী পুলিশ অফিসারদের শাস্তি দাবি
এই বিষয়ে মুখ খুলেছে বিজেপির কেন্দ্রীয় নেতারাও। দলের দিল্লি দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে দোষী পুলিশ অফিসারদের শাস্তি দাবি করা হয়েছে। পাশাপাশি, ঘটনার অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় দল গঠন করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা। ওই দলে আছেন, বিজেপির রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, লোকসভার সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠৌর, অপরাজিতা ষড়ঙ্গী, পাঞ্জাবের বিজেপি নেতা সুনীল জাখর এবং রাজ্যসভার সাংসদ সুনীল ওঁরাও। ঘটনাস্থল পরিদর্শন করে তাঁরা তথ্য সংগ্রহ করবেন। সেই রিপোর্ট তাঁরা তুলে দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাতে।