সুদীপ্ত আচার্য, অর্ণব মুখোপাধ্য়ায় ও রঞ্জিত হালদার, কলকাতা: নারী নির্যাতনের প্রতিবাদ, শ্য়ামবাজারে বিজেপির মিছিল। একই ইস্য়ুতে বারুইপুরে পথে নামল DYFI। পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদ ওরাই ঢুকিয়েছে। মণিপুরের দিকে তাকাক একবার। পাল্টা কটাক্ষ তৃণমূলের।
কী ঘটেছিল?
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রবিবার, রাজ্যজুড়ে ধর্না কর্মসূচি পালন করল তৃণমূল। আর সেদিনই নারী নির্যাতন সহ একাধিক ইস্য়ুতে পথে নামল বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে রোড শো ও প্রতিবাদ মিছিল করল DYFI। এবং শ্য়ামবাজারে বিজেপির উত্তর কলকাতা কিষাণ মোর্চার তরফে হল প্রতিবাদ মিছিল। রাজ্য়ে সুরক্ষিত নন নারী ও শিশুরা। এই অভিযোগ তুলে এদিন সন্ধেয় শ্য়ামবাজার থেকে সিমলা স্ট্রিটে বিবেকান্দের বাড়ি পর্যন্ত মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ বলেন, 'মালদার নারীদের প্রতি যে ঘটনা, পাঁচলায় যে ঘটনা, এগুলো এঁরা দেখতে পারছেন না। চেপে দেওয়ার চেষ্টা করছে। বিজেপি পথে নামবে।' অন্য়দিকে, একই ইস্য়ুতে অর্থাৎ, নারী নির্যাতনের প্রতিবাদ ও পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে ব্য়াপক ছাপ্পা, দেদার ভোট লুঠের অভিযোগে, বারুইপুরে পথে নামে DYFI। বারুইপুরের পদ্মপুকুর থেকে শুরু হয় মিছিল। শেষ হয় শিবানীপীঠ এলাকায়। মিছিলের নেতৃত্বে ছিলেন, DYFI-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়। মীনাক্ষী বলতে বলেন, 'রাজ্য়ের তৃণমূলের সরকারকে হুঁশিয়ারি দিতে এই মিছিল। এ মিছিল শুধু আজকের জন্য় নয়। তৃণমূল সরকার, বিডিওদের নিয়ে যে ভোট লুঠ করেছে, তার প্রতিবাদও বটে।' শাসকের ধর্না-কর্মসূচির দিনই বিরোধীদের প্রতিবাদ মিছিল! বিষয়টি নিয়ে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল। মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'রাজ্য়ে কোনও নির্যাতন হলে মমতা ব্য়বস্থা নেন। সুতরাং কোথায় কী নির্যাতন, বোমা বারুদ, কে মিছিল করছে, বলতে পারছি না।পঞ্চায়েতের আগে বোমা-বারুদ ওরাই ঢুকিয়েছে। মণিপুরের দিকে তাকাক একবার।' সব মিলিয়ে তৃণমূলের ধর্না ও তার পাল্টা বিরোধীদের প্রতিবাদ মিছিল ঘিরে দিনভর সরগরম রইল রাজ্য়-রাজনীতি।
তৃণমূল ধর্নামঞ্চে হাজির বিজেপি বিধায়ক...
একদিকে যখন বিজেপি ও ডিওয়াইএফআই এই মিছিল করছে, তখন মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূলের ধর্না মঞ্চে কার্যত বেনজির এক ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধর্না কর্মসূচি, আর সেই ধর্নামঞ্চেই সটান গিয়ে হাজির হলেন গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক! রাজ্যের শাসকদলের দাবির সঙ্গেও কার্যত সহমত প্রকাশ করলেন বিরোধী দলের বিধায়ক!!! এই নিয়েও একপ্রস্ত হইচই চলে রবিবার দিনভর।