নয়াদিল্লি: চাঁদের বাড়ি পৌঁছতে বাকি আর কিছুটা পথ। তার আগেই কাছ থেকে সারা হয়ে গেল চন্দ্রদর্শন। একেবারে গা ঘেঁষে থাকা অবস্থায় চাঁদের ছবি তুলল ভারতের চন্দ্রযান-৩ মহাকাশযান (Chandrayaan 3)। প্রথম বার কাছ থেকে চাঁদের যে রূপ ধরা পড়েছে চন্দ্রযান-৩-এর ক্যামেরায়, তা প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO.
রবিবার রাতে ISRO-র তরফে চন্দ্রযান-৩ মহাকাশযানের দেখা চাঁদকে ভারতীয়দের সামনে তুলে ধরা হয়েছে। মাত্র ৪৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে ধূসর গোলকের মতো দেখাচ্ছে পৃথিবীর উপগ্রহকে। এবড়ো খেবড়ো চন্দ্রপৃষ্ঠ, তার বুকে জেগে থাকা বিরাটা আকারের গহ্বরগুলিও স্পষ্ট ধরা পড়েছে।
ওই ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ISRO লেখে, 'চন্দ্রযান-৩ মহাকাশযানের দেখা চাঁদ। ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে ঢোকার সময় তোলা ছবি'। শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। সেই সময়ই ওই ছবি তোলা হয় বলে জানানো হয়েছে ISRO-র তরফে। এখনও পর্যন্ত অভিযান মসৃণ ভাবেই এগোচ্ছে বলে জানিয়েছে ISRO.
তবে তার আগে নিরাপদে চাঁদের মাটি ছোঁয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী ২৩ অগাস্ট চন্দ্রযান-৩ মহাকাশযানকে চাঁদের বুকে নামানোর পরিকল্পনা রয়েছে ISRO-র। অত্যন্ত সতর্কতার সঙ্গে সেই পদক্ষেপু সম্পূর্ণ করতে হবে। পালকের মতো চাঁদের মাটি ছোঁয়াতে হবে চন্দ্রযান-৩ মহাকাশযানকে। তাই সন্তর্পণে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গোটা অভিযানকে।
আরও পড়ুন: Manipur Violence : অগ্নিগর্ভই মণিপুর, বীরেন সিং সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল বিজেপির শরিকদল
চন্দ্রযান-৩ মহাকাশযানে একটি প্রোপালসন মডিউল ল্যান্ডার 'বিক্রম'কে বয়ে নিয়ে চলেছে। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমে অবতরণ করবে 'বিক্রম'। এই ল্যান্ডার 'বিক্রম'-কেই পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ানোই এই মুহূর্তে প্রধান লক্ষ্য। তার পর ল্যান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে রোভার 'প্রজ্ঞান'। এক চন্দ্রদিবসের জন্য চাঁদের মাটিতে ঘুরে বেড়াবে সেটি।
উৎক্ষেপণের ২২ দিন পর, শনিবার চাঁদের কক্ষপথে প্রবেশ করে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে অনুসন্ধান চালাবে ভারতের মহাকাশযানটি। আগে সেখানে কোনও দেশের মহাকাশযান নামতে পারেনি। কারণ সেখানকার ভূমি বন্ধুর, খানা-খন্দ, বিশালাকার গহ্বরে ভর্তি। তাপমাত্রাও অসহনীয়। তাই চন্দ্রযান-৩ মহাকাশযানের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে।