ঝিলম করঞ্জাই, অরিত্রিক ভট্টাচার্য ও মলয় চক্রবর্তী, বারুইপুর: 'দ্য কেরালা স্টোরি'কে নিষিদ্ধ করার প্রতিবাদ। বারুইপুরে (Baruipur) মিনিট পনেরো পথ অবরোধ করল বিজেপির মহিলা মোর্চা (BJP Mohila Morcha)। কলেজ স্ট্রিটেও (College Street) বিক্ষোভ দেখান হয়। বেলঘরিয়া (Begharia) এবং শিলিগুড়িতেও (Siliguri) বিক্ষোভ দেখায় বিজেপি (BJP)। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল (TMC)।
রাজ্যে 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ করেছে তৃণমূল সরকার। যার, বিরোধিতায় সরব হয়েছে বিজেপি-সহ (BJP) বিরোধীরা । 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ করার প্রতিবাদে বুধবার সন্ধেয়, বারুইপুরে মিনিট পনেরো পথ অবরোধ করে বিজেপির মহিলা মোর্চা। কলেজ স্ট্রিটেও (College Street) বিক্ষোভ দেখান হয়। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা।
শিলিগুড়ি এবং বেলঘরিয়াতেও সিনেমা নিষিদ্ধ করার প্রতিবাদ করে বিজেপি (BJP)। জাত-পাতের রাজনীতির পাশাপাশি কোনও একটি সম্প্রদায়কে হেনস্থার অভিযোগে হিন্দি ছবি 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করেছে রাজ্য সরকার।এর প্রতিবাদে, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছে গেরুয়া শিবির ।
বুধবার, বিকালে বারুইপুরে (Baruipur) দলীয় পার্টি অফিসে, 'দ্য কেরালা স্টোরি'র প্রাইভেট স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল বিজেপির মহিলা মোর্চা । সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। এরপরই সন্ধের দিকে, হঠাৎই সিনেমা নিষিদ্ধ করার প্রতিবাদে বারুইপুরে পথ অবরোধ করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পরে, পুলিশের মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়। এরপর, বিজেপির মহিলা মোর্চার তরফে জানিয়ে দেওয়া হয় যে, 'দ্য কেরালা স্টোরি'র প্রাইভেট স্ক্রিনিং তারা বাতিল করছে ।
বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার প্রতিবাদে, কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চা। প্রতীকী রাস্তা অবরোধ করা হয় । রাস্তায় বসে পড়েন বিজেপির যুব মোর্চার সদস্যরা।। এ দিনও, বেলঘরিয়ার একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা।
শিলিগুড়ির হাসমিচকে প্রতিবাদ মিছিল করে বিজেপি (BJP)। বাংলায় 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার প্রতিবাদে, হাইকোর্টে ৩টে জনস্বার্থ মামলা দায়ের হল। একটি মামলা করেছেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস । আরেকটি মামলা করেছেন বিজেপি নেতা দেবদত্ত মাজি ।
তৃতীয় মামলাটি করেছেন রনি মণ্ডল নামে এক ব্যক্তি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিকে, ১৫ মে সুপ্রিম কোর্টে শুনানি হবে 'দ্য কেরালা স্টোরি' সংক্রান্ত মামলার ।