ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকাণ্ডে আরও ৭ জনকে গ্রেফতার। এই নিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হল। যে পুলিশের গাড়িতে আগুন লাগায়, গ্রেফতার করা হয়েছে তাকেও, দাবি গোয়েন্দাবিভাগের। যে ব্যক্তি গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগান, গতকালই লালবাজারের তরফে তাঁর ছবি প্রকাশ করা হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করা হয়। ধৃতদের বিরুদ্ধে কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
আগুন-তরজা
প্রসঙ্গত, এমজি রোডের ওপর, লালবাজারের কাছে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। আতঙ্কে বন্ধ হয়ে যায় আশেপাশের বহু দোকান। বিজেপি বলছে, তাদের সমর্থকরা আগুন লাগায়নি। যদিও তৃণমূল আঙুল তুলছে তাদের দিকেই। বিজেপির নবান্ন অভিযান ঘিরে এভাবেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজপথ। এমজি রোডে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও এক জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন, মাদক ব্যবসার অভিযোগ, গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল পঞ্চায়েত সদস্য
পুলিশের গাড়িতে আগুন লাগানোর এই ভিডিও ট্যুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, "আজ শুধু বাংলা নয়, গোটা দেশ দেখল, বিজেপির গুন্ডারা ‘সিটি অফ জয়’-এর কী হাল করতে পারে। এরা ক্ষমতায় এলে কী করবে, তা ভেবে শিউড়ে উঠছি। পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ, এদের প্রত্যাখ্যান করার জন্য। এবার ভারতবাসীর পালা, এদের প্রত্যাখ্যান করার।"
বিজেপির পাল্টা
এদিন নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে সাংবাদিকদের বলেন, "যদি কেউ অপরাধী হয়, আইন তাঁকে সাজা দেবে। যদি দলের কারুর সঙ্গে তার ছবি থাকে, পুলিশ তদন্ত করে দেখুক। যখন রাজপথে কয়েকশো কোটি টাকার সম্পত্তি জ্বলছিল, তখন এরা কোথায় ছিল? কাউকে গ্রেফতার করেনি কেন?" প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযানে পুলিশের গাড়ি জ্বালানোর ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে এক বিজেপি কর্মীর ছবি প্রকাশ করে আক্রমণে তৃণমূল। ছবি ও ভিডিও প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, নিশীথ প্রামাণিক কি ব্যাখ্যা দেবেন? রাজ্য বিজেপির এই কর্মকর্তাকে মঙ্গলবার কলকাতায় আশান্তি পাকাতে ও পুলিশের গাড়িতে আগুন লাগাতে দেখা গিয়েছে। এই ব্যক্তিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে ছবি তোলা জন্য পোজ দিতেও দেখা গিয়েছে। অমিত শাহকে তৃণমূলের প্রশ্ন, এবার দোষারোপ কাকে করবেন? এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপি সাংসদের। পুলিশের গাড়িতে জল দিয়ে আগুন নেভাতে গিয়েছিলাম, ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে পাল্টা অভিযোগ কোচবিহারের বিজেপি যুব মোর্চা সম্পাদকের।