কলকাতা: 'জোক অব দ্য ইয়ার' প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির প্রতিবছর টেটের আশ্বাস প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন শমীক ভট্টাচার্য। সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রীর নাম নিয়েও কটাক্ষ করেছেন শমীক।


বুধবার শমীক ভট্টাচার্য বলেন, 'এই মুহূর্তে দাঁড়িয়ে সয়ং শিক্ষামন্ত্রীও মেজাজ হারিয়ে ফেলছেন, সব প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সেটা দেওয়াও সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলছেন আমি চাকরি দিতে পারছি না। ৩৭ লক্ষ শূন্যপদ রয়েছে শিক্ষাক্ষেত্রে, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির এই বিবৃতি হাস্যরস ছাড়া আর কিছুই নয়। তৃণমূল সরকারের আমলে কোনও নিরপেক্ষ মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ হওয়া সম্ভব নয়।'



এখন থেকে প্রতি বছর টেট হবে। কোনও কিছু লুকানো হবে না। কোনও সিদ্ধান্ত একা নেব না। দায়িত্ব নিয়ে স্বচ্ছতার কথা শোনালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। তবে ২০১৪ ও ২০১৭’র নিয়োগ জটে আটকে থাকা চাকরিপ্রার্থীদের কী হবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না নতুন পর্ষদ সভাপতি। 


‘কোনও কিছু লুকোবো না, কোনও অস্বচ্ছতা থাকবে না। টেট হবে প্রতিবছর, প্রত্যেকের অভিযোগ শুনব’। দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল। গতকালই দায়িত্ব পেয়েছেন তিনি। 


বুধবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আজ থেকে বোর্ডের সমস্ত কাজকর্মের মধ্যে স্বচ্ছতা থাকবে, কিছুই লুকোনো থাকবে না। বোর্ডের কোনও অস্পষ্টতা থাকলে সেটা দূর করার দায়িত্ব আমি নিলাম। যাঁরা টেট প্রার্থী, আগামী দিনে পরীক্ষা দেবেন, প্যানেল বেরোবেই সব স্বচ্ছতার সঙ্গে হবে'।


নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই গতকাল প্রাথমিকে রদবদল হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য। সরিয়ে দেওয়া হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্যদের। সরকার তৈরি করে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদাররা  প্রাথমিকের পরিচালন ব্যবস্থায় আসেন।


টেট ( TET ) নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মানিক ভট্টাচার্যের, গতকাল তার জায়গাতেই বসানো হয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পালকে। গত ১০ অগাস্ট জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ( Manik Bhattacharya ) ফের তলব করে ইডি।


সমস্ত নথি নিয়ে তাঁকে ইডি-র দফতরে আসতে বলা হয়। এর আগে গত ২৭ জুলাই টেট মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ( ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya )। তাঁকে সেদিন বেলা ১২টায় তলব করা হলেও তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান সকাল ৯টা ৪৪ নাগাদ।  তারপর চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। 


আরও পড়ুন: TET Exam: 'টেট হবে প্রতিবছর', দায়িত্ব নিয়েই স্বচ্ছতার আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির