শিবাশিস মৌলিক, কলকাতা : নজরে ২০২৪-এর লোকসভা নির্বাচন। লক্ষ্য, জনসংযোগ (Public Relation)। এক মাসে মোদি সরকারের প্রকল্পের সুবিধা পাওয়া এক কোটি মহিলা উপভোক্তার কাছে পৌঁছতে দেশজুড়ে শুরু হয়েছে বিজেপির মহিলা মোর্চার নতুন কর্মসূচি। পোশাকি নাম, সেলফি উইথ বেনিফিসিয়ারি (Selfie With Beneficiary)।


বাংলার প্রায় প্রত্যেক পরিবারেই রাজ্য সরকারের কোনও না কোনও প্রকল্পের সুবিধা পৌঁছেছে ! একাধিকবার এই দাবি শোনা যায় তৃণমূলের উপর থেকে নীচতলার নেতাদের মুখে ! এবার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধাভোগীদের সামনে আনতে নতুন কর্মসূচি শুরু করল বিজেপির মহিলা মোর্চা।

দেশজুড়ে শুরু হওয়া এই কর্মসূচির পোশাকি নাম, সেলফি উইথ বেনিফিসিয়ারি। সোমবার মহারাষ্ট্রে এই কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।


ঠিক কী রয়েছে এই কর্মসূচিতে?

বিজেপির বক্তব্য়, মোদি সরকারের উজ্জ্বলা যোজনা, মাতৃবন্দনা, শৌচালয়ের মতো প্রকল্পের সুবিধা যেসব বাড়িতে পৌঁছেছে, সেসব বাড়িতে যাবেন মহিলা মোর্চার সদস্যরা। সেই বাড়ির মহিলাদের সঙ্গে সেলফি তুলবেন। তারপর সেই ছবি আপলোড করা হবে নমো অ্যাপে। সঙ্গে উপভোক্তার নাম, বয়স, ঠিকানা, কোন প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং কবে পেয়েছেন, সেইসব তথ্যও আপলোড করা হবে।

২৭ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এই কর্মসূচি। দেশজুড়ে এক কোটি উপভোক্তার সঙ্গে সেলফি তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী বলেন, বুধবার বারুইপুরে কর্মসূচি করেছি। ২০০ উপভোক্তা এসেছিলেন যারা সুবিধা পেয়েছেন। ১০০ এরকমও লোক আসেন, যাঁরা পাননি। কেন, পাননি, সেই প্রশ্ন করছেন। এ নিয়েও একটা রিপোর্ট তৈরি করে রাখব।

যদিও বিজেপির মহিলা মোর্চার এই 'সেলফি উইথ বেনিফিশিয়ারি' প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ! তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বেআইনিভাবে মোদি অমিত শাহের সরকার উপভোক্তাদের তালিকা তুলে দিচ্ছে কেবলমাত্র বিজেপির হাতে, গৈরিকীকরণের চেষ্টা।


বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, এ রাজ্যে একজন স্টিকার দিদি আছে। সবকিছুর উপর নিজের স্টিকার মেরে দিচ্ছে। তার জন্যই উপভোক্তাদের সঙ্গে নিয়ে আমাদের প্রচার করতে হচ্ছে।

দুর্নীতির অভিযোগ ওঠায় একাধিক কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তদন্ত চলছে এই রাজ্যে। তার জেরে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে পরিষেবা। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের কৃতিত্ব নিয়ে ফের একবার তৃণমূল-বিজেপি দড়ি টানাটানি সামনে আনল বিজেপির সেলফি উইথ বেনিফিশিয়ারি কর্মসূচি।