দীপক ঘোষ, কলকাতা : ‘তৃণমূলের নতুন ডাক, কাস্তে হাতুড়ি বেঁচে থাক’ ‘কাস্তে হাতুড়ি বেঁচে থাকলে, তৃণমূলের লাভ’। চিন্তন বৈঠকে মন্তব্য সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। পুরভোটে (Municipal Election 2022) বিপর্যয়ের কারণ নিয়ে পর্যালোচনার জন্য শনিবার চিন্তন বৈঠক আয়োজিত করেছিল গেরুয়া শিবির। যেখানে ‘তৃণমূল-সিপিএম ফিস ফ্রাই জোট’ হয়েছে বলেই মন্তব্য করেছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি। বিজেপি রাজ্য সভাপতির যে মন্তব্য 'হাস্যকর' বলেই মন্তব্য তৃণমূল (TMC) ও বাম (Left) উভয় শিবিরেরই। 


বৈঠকে তিনি বলেন, 'আমাদের বিরোধীরা একসময় বলতেন আমাদের সঙ্গে নাকি তৃণমূলের গট-আপ আছে। সিপিএমের বন্ধুরা বলতেন তৃণমূলের সঙ্গে আমরা নাকি সমঝোতা করেছি। আর আজ আমরা দেখতে পাচ্ছি ছাপ্পা ভোট মারতে গেলে আটটা তৃণমূলকে দিলে দুটো সিপিএমকে ছাপ্পা দেওয়া হচ্ছে। এখন ফিস-ফ্রাই জোট তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরে এখন নতুন স্লোগান তৈরি হয়েছে। তৃণমূলের নতুন ডাক, কাস্তে-হাতুড়ি বেঁচে থাক।'


সিপিএমকে সামনে রেখে বিজেপির ভোট ভাগ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ শানান তিনি। যদিও বিজেপি রাজ্য সভাপতির মন্তব্যকে 'হাস্যকর' বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল ও সিপিএম উভয় শিবিরই। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেছেন, 'পায়ের তলার জমি সরে গিয়েছে, তাই এমন সব হাস্যকর দাবি করছেন। মানুষের আশীর্বাদে ১০৮ পুরসভার মধ্যে ১০২টিতে তৃণমূল জিতেছে। সিপিএম একটি পুরসভাতে জিতলেও বিজেপি শূন্য ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেই এই গাত্রদাহ।' এদিকে, সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'হাস্যকর দাবি। তৃণমূলের প্রশ্রয়েই তো রাজ্যে উত্থান হয়েছিল বিজেপির। এখন সেই জায়গাটা ধরে রাখতে না পেরেই এসব বলছেন।'


প্রসঙ্গত, কলকাতা ও চার পুরসভার পর সদ্য হয়ে যাওয়া ১০৮ পুরসভা ভোটেও কোথাও পুরবোর্ড গঠন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। বামেরা জিতেছে নদিয়ার তাহেরপুর পুরসভা। আর ভোটের শতাংশেও তাদের পিছনে ফেলে দিয়েছে বাম শিবির।


আরও পড়ুন- সোশাল মিডিয়ায় অভিনেত্রী ও বরানগরের তৃণমূল কর্মীকে কু-মন্তব্য, অভিযুক্ত বিজেপি কর্মী