কলকাতা: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। সূত্রের খবর, ৭ মার্চই সম্ভবত বিজেপিতে যোগ দেবেন তিনি। আর জল্পনার মাঝে কী প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের?
কী প্রতিক্রিয়া রাজ্য বিজেপির সভাপতির?
আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার ইস্তফা দেবেন বলে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। সূত্রের খবর আগামী বৃহস্পতিবারই বিজেপি যোগ দিতে পারেন তিনি। এই বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "রাজনীতিতে এরকম একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ, তিনি যে দলেই যান না কেন সেই দলে উনি সম্পদ হবেন। অ্যাসেট হবেন। আমি বিশ্বাস করি, যেহেতু বিজেপি নরেন্দ্র মোদির নেতৃত্বে পুরো দেশকে আগামীদিনে নিয়ে যাচ্ছে উনি স্বাভাবিক পছন্দ হিসেবে বিজেপিকে মেন নেবেন। সৎ এবং নিষ্ঠাবান মানুষের রাজনীতি আসা দেশের দশের পক্ষে মঙ্গল। তৃণমূলের অনাচারের বিরুদ্ধে উনি অনেক রায় দিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়ছে বিজেপি। উনি এই ধরনের কোনও সিদ্ধান্ত নিলে ভেবে দেখব। অন্য দলে গেলে মতাদর্শগত বিরোধিতা থাকবে। ওঁর নিষ্ঠাকে আমাদের দলের কর্মী উচ্চস্থানে রাখেন বলে আমার মনে হয়।''
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে কী মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?
ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন তিনি। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি যদি আদৌ কোনও রাজনৈতিক দলে যোগ দিই, বৃহত্তর ময়দানে তো নামবই। রাজনৈতিক দলে না গেলে আমার মনে হয়েছে যে ,আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছেন, তাঁদের কাছে পৌঁছনো যাচ্ছে না। ভোটে দাঁড়ানো, না দাঁড়ানো, এই বিষয়ে কোনও কথা আজ বলব না। কোনও রাজনৈতিক দলে যদি যাই, এখনও ভোট ঘোষণা হয়নি। যদি যোগ দিই কোনও দলে, তারা সিদ্ধান্ত নেবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।