সন্দেশখালি: ৯ দিনের মাথায় অবশেষে সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। ধামাখালি থেকে নৌকায় সন্দেশখালিতে যান বিজেপির রাজ্য সভাপতি। ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতেও যান তিনি। শেখ শাহজাহান বাহিনীর সবাইকে গ্রেফতারের দাবিতে সরব বিজেপির রাজ্য সভাপতি।
শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি: ৪৯ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালি। এদিন সন্দেশখালি যান বিজেপি রাজ্য সভাপতি। বাধার মুখে পড়েন তিনি। পুলিশের তরফে বলা হয়, তাঁর সঙ্গে যেতে পারবেন শুধুমাত্র দেহরক্ষী। নদী পেরিয়ে প্রথমেই যান জেলবন্দি বিজেপি নেতার বাড়িতে। ধৃত বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতে পৌঁছে সন্দেশখালির বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'সন্দেশখালির মা-বোনেদের সঙ্গে যে অন্যায় হয়েছে, একজন বাঙালি হিসেবে আমি ক্ষমাপ্রার্থী।' এরপর সন্দেশখালি থানায় ঢোকার চেষ্টা করলে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতৃত্বকে। থানার বাইরেই অবস্থানে বসে পড়েন তিনি। সুকান্ত মজুমদার বলেন, "এই চোরদের ভেতরে ঢোকাতে হবে। যাঁরা এই ধরনের অপরাধ করেছে, তাঁদের জন্য যোগী ট্রেটমেন্ট দেওয়া হবে। সিস্টেম বদলাতে হবে। তৃণমূল থাকলে এসব ঘটনা বারবার হবে। রাজ্য পুলিশের ডিজি রাত্রিযাপন করেছেন। প্রয়োজনে আমরাও করব। কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে।''
সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বসিরহাটের SP অফিস এলাকা। বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। চলে ব্যাপক ধরপাকড়। ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর থেকে মাঝরাত পর্যন্ত ৯ ঘণ্টারও বেশি সময় ধরে ধর্নায় বসে থাকেন সুকান্ত মজুমদার। রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশ গিয়ে রাজ্য বিজেপি সভাপতিকে ধর্না থেকে তুলে দেয়। গ্রেফতার করা হয় সুকান্ত মজুমদার-সহ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। যদিও কিছুক্ষণের মধ্য়েই জামিন দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতিকে। এরপর সরস্বতী পুজোর দিন সুকান্ত মজুমদারের সন্দেশখালি অভিযান ঘিরে টাকিতে ধুন্ধুমার। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। প্রায় ১ ঘণ্টা পর জ্ঞান ফেরে বিজেপির রাজ্য সভাপতির। প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল তারপর কলকাতায় এনে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় সুকান্ত মজুমদারকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।