কলকাতা : একধাক্কায় মন্ত্রী-বিধায়কদের মাসিক বেতন বাড়ল ৪০ হাজার টাকা। মন্ত্রীদের ৩৬ শতাংশ মাসিক বেতন বেড়ে হল ১ লক্ষ ৫০ হাজার টাকা। আর বিধায়কদের মাসিক ৪৯ শতাংশ বেতন বেড়ে হল ১ লক্ষ ২১ হাজার টাকা। বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে যে ঘোষণা করেছেন। যদিও রাজ্যের যে বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে তাঁরা খুশি নন বলেই জানিয়েছেন রাজ্যের শুভেন্দু অধিকারী। 


বিরোধী দলনেতার বার্তা, যাঁদের প্রাপ্য সমকাজে সমবেতন, তাঁরা পাক টাকা। শুভেন্দু অধিকারী বলেছেন, ' মন্ত্রী-বিধায়কদের ভাতাবৃদ্ধি সমর্থন করি না আমরা। আশাকর্মী, আইসিডিএস কর্মী, ভিলেজ রিসোর্স পার্সন, ভিলেজ পুলিশ, সিভিক ভলান্টিয়ার, চুক্তিভিত্তিক কর্মী থেকে ভোকেশনাল টিচার, আমরা এদের সবার সমকাজে সমবেতন মুখ্যমন্ত্রী ঘোষণা করুক চাই। আমাদের ভাতা বৃদ্ধি চাই না।' রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়েও এর আগে একাধিকবার মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari) 


প্রসঙ্গত, বিধায়কদের বেতন ছিল ২১ হাজার টাকা, ভাতা ৬০ হাজার টাকা। যার ফলে বিধায়করা পেতেন মোট ৮১ হাজার টাকা। সেখান থেকে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির পর বিধায়করা (MLA Salary) এবার থেকে পাবেন ১ লক্ষ ২১ হাজার টাকা। যে ঘোষণার পরই রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বেশ কিছু সরকারি কর্মচারীদের সংগঠন।


সরকারি কর্মীদের একাংশের দাবি, কর্মীদের জন্য বরাদ্দ বাবদ কেন্দ্র থেকে প্রাপ্য কোনও অর্থ বাকি নেই বলেই জানিয়েছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেক্ষেত্রে ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ার কথা থাকলেও হয়েছে ৬৪ হাজার কোটি। বাকি ৯ হাজার কোটি টাকার হিসেব কোথায়, সে সম্পর্কে রাজ্য সরকার কোনও পরিষ্কার তথ্য সামনে আনেনি বলেই দাবি তাঁদের। 


যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh) বলেছেন,'রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ চাইলেই জানানো হয় ভাঁড়ার শূন্য। তাহলে কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে ?' তাঁর আক্রমণ, রাজ্যের সরকারি কর্মীদের, খেটে-খাওয়া মানুষদের প্রাপ্য অর্থ তাঁরা পাননা। বাড়ে না মজুরি। কিন্তু তেলা মাথায় তেল ঠিক পড়ে।             


আরও পড়ুন- 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ চাইলেই ভাঁড়ার শূন্য, কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে' প্রশ্ন যৌথ সংগ্রামী মঞ্চের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial