কলকাতা: বিধানসভায় বিজেপি-কে ইতিহাস স্মরণ করালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে 'বাংলা দিবস' পালনের প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালীন তীব্র বাদানুবাদ শুরু হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অস্বীকার করতে, ইতিহাস মুছে ফেলতেই ২০ জুনের পরিবর্তে রাজ্যের তৃণমূল সরকার পয়লা বৈশাখ 'বাংলা দিবস' পালন করতে চাইছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তার জবাব দিতে গিয়েই বিজেপি-কে ইতিহাস স্মরণ করালেন মমতা। (West Bengal Assembly)
বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় 'বাংলা দিবস' পালন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'বাংলার মাটি, বাংলার জল' গানটিকে রাজ্যসঙ্গীত ঘোষণার দাবিতে প্রস্তাব জমা পড়ে। সেখানে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। তাঁর দাবি ছিল, ১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন অখণ্ড বাংলা বিভাজনের বিষয়টি উত্থাপিত হয় বিধানসভায় এবং বঙ্গভঙ্গের সপক্ষে ভোট বেশি পড়ে। তাই সেটিই 'বাংলা দিবস' হিসেবে চিহ্নিত হওয়া উচিত বলে মন্তব্য করেন।
সংখ্যার জোরে তৃণমূল সরকার যদি বিল পাস করিয়েও নেয়, রাজ্যপালকে ওই বিলে তাঁরা সই করতে দেবেন না, ফলে আইনত পয়লা বৈশাখ দিনটি 'বাংলা দিবসে' পরিণত হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করার মতো বাকি বিলগুলির যা অবস্থা হয়েছিল, এই বিলেরও সেই অবস্থা হবে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলে হঁশিয়ারি দেন।
এর জবাব ভাষণে কার্যতই গর্জে ওঠেন মমতা। তিনি বলেন, "ইতিহাস দেখাচ্ছেন! স্বাধীনতা আন্দোলনে যাঁদের কোনও ভূমিকা নেই, তাঁরা ইতিহাস নিয়ে কথা বলছেন। অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক বিষয়। জাতির জনক মহাত্মা গাঁধীর প্রাণ কেড়ে নিয়েছিলেন যাঁরা, নেতাজিকে যাঁরা দালাল বলেছিলেন, তাঁরা ইতিহাস শেখাবেন! আমরা হয়ত আপনাদের মতো ইতিহাস জানি না, কিন্তু আপনাদের মতো উগ্র এবং সন্ত্রাসের রাজনীতি করি না।"
মমতা জানান, স্বাধীনতার ৭৫ বছরে কখনও ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়নি। কারণ ওই দিন বাংলাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। তার সঙ্গে জড়িয়ে রয়েছে যন্ত্রণাময় ইতিহাস। আর ওই দিন সিদ্ধান্ত গৃহীত হলেও, তার পর আরও কয়েক মাস অবিভক্তই ছিল বাংলা। তাই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। বিজেপি তাদের রাজনৈতিক ভাবনা ও আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। রাজ্যপালকে বিষয়টি জানিয়েও লাভ হয়নি বলেও অভিযোগ করেন মমতা।
বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা প্রশ্ন তোলেন, বাংলার মাটির সঙ্গে, বাংলার শিকড়ের সঙ্গে যাঁদের কোনও যোগাযোগ নেই, তাঁরা বাংলার কথা বলবেন কী করে? অন্য় রাজ্যের প্রতিষ্ঠা হয়েছে সরকারি নির্দেশ মেনে। বাংলাকে দু'টুকরো করা হয়। যন্ত্রণাময় সেই ইতিহাসের কথা স্মরণ করেই এতদিন প্রতিষ্ঠা দিবস পালনের কথা ভাবেননি কেউই। বিজেপি-ই প্রথম তার সূচনা ঘটিয়েছে এবছর। কিন্তু তারা যা ইতিহাস তুলে ধরছে তা মিথ্যা। আগামী প্রজন্ম যাতে সেই মিথ্য়া ইতিহাস জেনে না বাঁচে, তার জন্যই পদক্ষেপ করা জরুরি।