শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত নির্বাচনের আগে কোচবিহার (coochbehar) জেলা জুড়ে বুথ স্বশক্তি করণের (empowerment drive) কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP)। কর্মসূচিকে সফল করার লক্ষ্যে জেলা পার্টি অফিসে কল সেন্টার খুলে নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। এই বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 


কী হচ্ছে? 
যে কোনও দিন ঘোষণা হতে পারে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট। লড়াইয়ের প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল। পিছিয়ে নেই বিজেপিও। রাজ্য জুড়ে বুথ স্বশক্তিকরণ কর্মসূচি নিয়েছে তাঁরা। 
সেই কর্মসূচিকে সফল করতে, কোচবিহারের জেলা অফিসে খোলা হয়েছে কল সেন্টার। জেলায় মোট ২ হাজার ৫০৭টি বুথ রয়েছে। দলীয় সূত্রে খবর, সংগঠন শক্তিশালী করতে জেলার নেতারা বুথে বুথে যাচ্ছেন। পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করছেন কর্মীদের সঙ্গে। এর পাশাপাশি, জেলা অফিসের কল সেন্টার থেকেও কর্মসূচি ঠিক করে দিচ্ছেন জেলার নেতারা। কর্মসূচির অগ্রগতি নিয়েও খোঁজ নিচ্ছেন তাঁরা। জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি সুকুমার রায় বলেন, 'কলসেন্টার করেছি। কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। কর্মসূচি নিয়ে জানানো হচ্ছে।' কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়ের অবশ্য দাবি, 'বিজেপির কোনও জনসংযোগ নেই। তাই ভার্চুয়ালি নির্ভরশীল। এতে জনসংযোগ হয় না।' ১২ মার্চ থেকে শুরু হয়েছে কোচবিহারে বিজেপির বুথ স্বশক্তিকরণ কর্মসূচি। চলবে ২৬ মার্চ পর্যন্ত।
 
আক্রমণ...
চলতি মাস থেকেই পঞ্চায়েত ভোটের আগে বুথ স্তরে সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে নজর দিয়েছে বিজেপি! আজ থেকে শুরু হয়েছে গেরুয়া শিবিরের বুথ স্বশক্তিকরণ অভিযান। বালুরঘাটে সুকান্ত মজুমদার ও নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এই কর্মসূচির সূচনা করেন। যদিও এ নিয়ে পদ্ম শিবিরকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল! প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট যত এগোচ্ছে হুমকি-হুঁশিয়ারি-কুকথা ততই বাড়ছে। প্রসঙ্গকত, গত জানুয়ারিতেই বাঁকুড়ায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচির জনসভা থেকে সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। 'তৃণমূল কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে', মঞ্চ থেকে হুমকি দিলেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বিজেপির কটাক্ষ, 'তৃণমূলের নেতারা কুরুচিকর মন্তব্য করে এখন দলে জায়গা পেতে চাইছেন।' ইন্দপুরের আড়ালডিহি গ্রামে দিদির সুরক্ষাকবচ কর্মসূচীর সভায় এই ভাষাতেই বিজেপির প্রতি বেনজির আক্রমণ শোনা গেল তৃণমূলের বিধায়ক থেকে স্থানীয় ব্লক সভাপতির গলায়। দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে কখনও বিডিও আবার কখনো থানার পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিতে শোনা যায় বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তীকে। তার পর ইন্দপুরের আড়ালডিহি গ্রামে দিদির সুরক্ষা কর্মসূচীর একটি সভায় তিনি সরাসরি বেনজির আক্রমণ করে বসেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে।


আরও পড়ুন:মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩