শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll 2023 ) ফলপ্রকাশ হতেই, তৃণমূল ( TMC ) সরকারের পতনের হুঁশিয়ারি শোনা যাচ্ছে বিজেপির ( BJP) নেতাদের মুখে। পাল্টা, তৃণমূল অবশ্য় কটাক্ষের সুরে বলছে, সরকার পড়বে বটে, তবে সেটা বাংলার নয়, দিল্লির সরকার!


সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি


বিজেপি সাংসদ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন, 'সরকার তো ৫ মাস, ৬ মাস যখনই হতে পারে, পড়ে যেতে পারে।... হঠাৎ বিধায়করা মনে করল, আমরা সমর্থন করব না। আমরা অন্য কাউকে সমর্থন করব।' 


সবে পঞ্চায়েত ভোট মিটেছে। আগামী বছর লোকসভা ভোট। তারও দু'বছর পর বাংলায় বিধানসভা ভোট। কিন্তু, এখন থেকেই বিজেপির একের পর এক হেভিওয়েট নেতার মুখে শোনা যাচ্ছে তৃণমূল সরকারের পতনের হুঁশিয়ারি!


কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলছেন, ' আগামী ৫ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি।'                                              


বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আবার বলছেন, 'কখন বৃষ্টি হবে, কেউ বলতে পারেনা। ফেলতেই যদি হয় তাহলে ৬ মাস কেন, ২ মাসে কেন নয়! যারা করছেন তাদের কাছে নিশ্চয়ই কোন সূত্র আছে।' 


তৃণমূল সরকার পতনের হুঁশিয়ারির শুরুটা এ রাজ্য়ে এসে করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! তারপর কার্যত একই সুর শোনা গেছে শুভেন্দু অধিকারীর গলাতেও। বলছেন, '২৪-এ ৩৫ আসন দিন। ২৫ আসতে হবে না। তার আগে মমতার সরকার ফুস হয়ে যাবে। একবার বাংলায় পদ্ম ফোটান।' 


এর আগেও রাজ্যে সরকার পড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন  বিরোধী দলনেতা। বলেছিলেন, ' এবারে ১৮-টাকে ৩৬ আমরা করব। আর ৩ মাসের মধ্যেই বিদায় দেব এই সরকারকে। এই চোরেদের সরকারকে। ' 


তৃণমূলের পাল্টা হুঁশিয়ারি

তৃণমূল সাংসদ শান্তনু সেন বলছেন, সরকার পড়বে তবে সেটা বাংলার নয়, দিল্লির সরকার। 


পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও। কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।' 


সব মিলিয়ে, সরকার পতনের হুঁশিয়ারি ঘিরে, বাগযুদ্ধের পারদ এখন থেকেই সপ্তমে। 


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial