কলকাতা : কালিয়াগঞ্জে (Kaliagang) মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু মামলায় আদালতের দ্বারস্থ ইন্দ্রনীল খাঁ । কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের (Mrityunjoy Burman) মৃত্যু হয়েছে, এই অভিযোগে আদালতে গেলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের দাবি জানান। জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন। মামলার অনুমতি দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।


ঘটনাটা কী ?


নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। নিহত মৃত্য়ুঞ্জয় বর্মন, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের খুড়তুতো ভাই। যদিও নিহত যুবককে নিজেদের কর্মী বলেই দাবি করছে বিজেপি। পুলিশ গুলি চালিয়ে ঠিক করেনি, বলে মন্তব্য করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান।


ওঁ ত্রম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনম। ঊর্বারু কমিব বন্ধনাৎ মৃত্যুমক্ষীয় মামৃতাৎ। কথিত আছে, মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে মহা মৃত্য়ুঞ্জয় মন্ত্র জপ করতে হয়! মা-বাবাও অনেক সাধ করেই ছেলের নাম রেখেছিলেন মৃত্য়ুঞ্জয়! কিন্তু শেষ অবধি মৃত্য়ুকে জয় করা তো দূরের কথা, অকালে বেঘোরে প্রাণ হারালেন বছর তেত্রিশের মুত্য়ুঞ্জয় বর্মন!


ধর্ষণ ও খুনের অভিযোগে ইতিমধ্য়েই উত্তপ্ত কালিয়াগঞ্জ। পুড়েছে থানা চত্বর। সব মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি! আর সেই কালিয়াগঞ্জেই আরও এক প্রাণহানি! গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হল মৃত্য়ুঞ্জয় বর্মনের। পরিবারের অভিযোগ, গভীর রাতে অভিযান চালানোর সময় গুলি চালায় পুলিশ।


শুক্রবার যেখানে নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল, সেখান থেকে রাধিকাপুরের দূরত্ব ৩০ কিলোমিটার। যেখানে খুন হয়ে গেলেন মৃত্যুঞ্জয় বর্মন (৩৩)। তিনি হলেন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপি সদস্য বিষ্ণু বর্মনের খুড়তুতো ভাই। নিহতের পরিবারের দাবি, বুধবার ২টো নাগাদ, ৩টে গাড়িতে চড়ে কালিয়াগঞ্জের চাঁদগাঁয় বিষ্ণু বর্মনের বাড়িতে হানা দেয় পুলিশ। বিষ্ণুকে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে তুলে নিয়ে যায় তারা। সেইসময় গ্রামবাসী বাধা দেওয়ায়, পুলিশ ২ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। তখনই মৃত্যুঞ্জয়ের বুকে একটি গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি গুলির খোলও! পুলিশের বিরুদ্ধে একই অভিযোগ তুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন, তাদেরই পঞ্চায়েত উপপ্রধান।


রাজনৈতিক এই তরজার মধ্য়েই একটা প্রাণ ঝরে গেল। তার দায় কে নেবে? এদিকে কালিয়াগঞ্জের এই ঘটনার প্রতিবাদে আজ উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির ডাকে বনধ পালিত হচ্ছে। জায়গায় জায়গায় উত্তেজনার ছবি ধরা পড়েছে সকাল থেকে।


আরও পড়ুন ; গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?