কলকাতা: কাজ বেশি, সময় কম! প্রবল চাপের অভিযোগ BLO-দের। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করা থেকে শুরু করে তা ফিল আপ করা হয়ে গেলে সেগুলিকে আবার বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা, তথ্য সংগ্রহ করা.. সব মিলিয়ে কার্যত প্রবল চাপে BLO-রা। আজ, সুপারভাইজারের সঙ্গে বৈঠক চলাকালীন এক BLO-র অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে। ২০৫ পার্টের BLO অনিমেষ নন্দী অসুস্থ হয়ে পড়েন। বেলেঘাটার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অসুস্থ বিএলও, এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন BLO-রা।

Continues below advertisement

অন্যদিকে আজ কমিশন বার্তা দিয়েছে যে, 'কোনও ফেক এন্ট্রি হলেই শাস্তি পেতে হবে BLO-দের'। এনুমারেশন ফর্ম নিয়ে ফের BLO-দের হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা কমিশনের। 'এখনও ফর্ম বিলি সম্পূর্ণ না হওয়ায় ক্ষোভের মুখে কিছু জেলা নির্বাচনী আধিকারিক', তুলনামূলকভাবে পিছিয়ে পঃ বর্ধমান-দঃ ২৪ পরগনা, খবর সূুত্রের। 'BLO-দের ক্ষোভের কথাও বৈঠকে তুলে ধরেন জেলা নির্বাচনী আধিকারিকরা', বৈঠকে উঠল ERO, AERO, অতিরিক্ত BLOদের BLO-অ্যাপ ব্যবহারের অনুমতির প্রসঙ্গেও আলোচনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন, খবর সূত্রের।

SIR-এর কাজ কোন পর্যায়ে? ফের সরেজমিনে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, ১৮ নভেম্বর ফের রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার। সরেজমিনে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে ৪ সদস্যের টিম। উত্তর ও দক্ষিণ কলকাতা, দঃ ২৪ পরগনার আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে ইতিমধ্যেই। সূত্রের খবর, বারবার প্রশিক্ষণের পরেও কেন সমস্যা, তা জানতে চায় কমিশন। কারণ খুঁজতে DEO, ERO-দের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা নিয়েও পর্যালোচনা করবে নির্বাচন কমিশন, খবর সূত্রের। 

Continues below advertisement

তবে BLO-দের নিয়ে বিতর্কেরও শেষ নেই। ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম বিলির অভিযোগ উঠেছে  কুলপির ঢোলাহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিম লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ১৮০ বুথের BLO-র বিরুদ্ধে। নিজের বাড়ি থেকে এনুমারেশন ফর্ম বিলি BLO-র, বিক্ষোভ ভোটারদের একাংশের। এনুমারেশন ফর্ম বিলি শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গা থেকে বিএলও- দের নামে আসছে ভূরিভূরি অভিযোগ। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ এটাই যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন না বিএলও- রা। আর তাঁদের সঙ্গে বেশিরভাগ সময়েই দেখা যাচ্ছে কেবলমাত্র শাওস্ক দলের বিএলএ- দের।