কালীঘাট: এবার হাসপাতাল থেকেই ইডি-র (Enforcement Directorate) বিশেষ আদালতে জামিনের আবেদন জানালেন কালীঘাটের (Kalighat) কাকু সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) । তাঁর আর্জি, চিকিৎসকরা জানিয়েছেন ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে। বাইপাস সার্জারি করাতে হবে। বেসরকারি হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসা করাতে চেয়ে জামিন মঞ্জুরের আবেদন জানিয়েছেন কালীঘাটের কাকু। আজই ইডি-র বিশেষ আদালতে জামিন-আবেদনের শুনানি। ইডি সূত্রে খবর, জামিনের বিরোধিতা করবে তারা। পাশাপাশি, আগামীকালই সুজয়কৃষ্ণর বিরুদ্ধে তারা চার্জশিট জমা দিতে চলেছে। চার্জশিটে কালীঘাটের কাকুর যাবতীয় সম্পত্তির হিসেব,  নিয়োগ দুর্নীতিতে তিনি কীভাবে জড়িত, তার তথ্যপ্রমাণ পেশ করা হবে। 


এসএসকেএমে ভর্তি থাকায় গতকাল আদালতে পেশ করানো যায়নি কালীঘাটের কাকুকে। তাঁর কণ্ঠস্বরের নমুনায় সংগ্রহ করা যায়নি বলে আদালতে জানায় ইডি। কাল সুজয়কৃষ্ণের বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট ইডির কাছে চেয়ে পাঠাল আদালত। এদিন কালীঘাটের কাকুর ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।


শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি। তার জেরে বুধবার আদালতে পেশ করানো গেল না নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকুকে। এর আগে ইডির তরফে আদালতে দাবি করা হয়,গত ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪৬ মিনিটে নিজের মোবাইল ফোন থেকে কাউকে ফোন করে সুজয়কৃষ্ণ নির্দেশ দেন, ফোনের যাবতীয় তথ্য়, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্য়াডমিট কার্ড ডিলিট করে দিতে। তাই তদন্তের স্বার্থে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন।                 


১৪ জুলাই, তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য় ইডিকে ছাড়পত্র দেয় ব্য়াঙ্কশাল আদালত। ১৭ জুলাই প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পর কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সূত্রের খবর, সেখানে ইডি-র অফিসারদের সামনেই বমি করতে শুরু করেন সুজয়কৃষ্ণ। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।  আর তাই তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা যায়নি। 


এ দিন আদালতে সেই তথ্য জানায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির কাছে সুজয়কৃষ্ণের বিস্তারিত মেডিক্যাল রিপোর্ট তলব করেছেন ইডির বিশেষ আদালতের বিচারক।  এদিন কালীঘাটের কাকুকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।


আরও পড়ুন: Coohbehar: মেয়ের মৃত্যুতেও রেহাই নেই, হাসপাতালের সামনেই নাবালিকার বাবাকে নিয়ে তৃণমূল-বিজেপির টানাটানি!


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial