সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ভরসন্ধেয় নৌকাডুবি। কোনওমতে বাঁচলেন নৌকার আরোহীরা। গতকাল সন্ধেয় উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝে গঙ্গায় এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে রিষড়া থেকে পাঁচজন একটি ডিঙি নৌকা নিয়ে গঙ্গায় ঘুরতে বেরিয়েছিলেন। ওই দলে এক মহিলাও ছিলেন। মাঝি নিয়ে নৌকায় ছিলেন মোট ৬ জন। পুলিশ সূত্রের খবর, নৌকায় মদ্যপান চলছিল। সেই সময়েই দুর্ঘটনায় পড়ে নৌকাটি। 


সন্ধে সাতটা নাগাদ উত্তরপাড়া খেয়া ঘাট ও  আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝে গঙ্গায় একটি বার্জে ধাক্কা মারে ওই নৌকাটি। সেই ধাক্কায় গঙ্গায় তলিয়ে যায় নৌকা। সেই সময় নৌকায় থাকা ছয়জনই গঙ্গায় পড়ে যান। সাঁতার কেটে পাড়ে আসার চেষ্টা করেন তাঁরা। দ্রুত অন্য মাঝিরাও উদ্ধারে নামেন। তারপর খেয়া ঘাট থেকে লঞ্চে করে মাঝিরা একে একে সবাইকে উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে খেয়া ঘাটে আসে উত্তরপাড়া থানার পুলিশ। নৌকায় থাকা ছয়জনকে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, ওই পাঁচজন সকলেই একে অপরের পরিচিত। নৌকায় ঘুরতে বেরিয়ে দুর্ঘটনা ঘটেছে। প্রত্য়েকেই ভাল রয়েছেন।      


নৌকাডুবির পর উদ্ধার হওয়া এক যাত্রী প্রদীপ চক্রবর্তী বলেন, 'আমরা ঘুরতে বেরিয়েছিলাম। নৌকায় মদ্যপান করছিলাম। হঠাৎ কী হল, ওরা বলছিল আস্তে আস্তে- তারপর হঠাৎ নৌকাটা পাল্টি হয়ে গেল।' আরও এক যাত্রী দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, 'সাড়ে চারটে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে ছিলাম রিষড়া থেকে। প্রত্যেকেই বন্ধু আমরা। আমরা আসছিলাম, হঠাৎ বার্জের সঙ্গে ধাক্কা লাগল। ডিঙি নৌকায় গঙ্গা বিহারে বিপদ হতে পারে এটা জানা ছিল না। বেঁচে ফিরতে পারব আশা করিনি। একটা বড় নৌকা থেকে দড়ি ফেলে আমাদের বাঁচিয়েছে।'


রাজ্যে প্রায়শই নৌকাডুবির ঘটনা ঘটে। এই বছরেই ফেব্রুারিতে পিকনিক করতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কাছে নৌকাডুবি হয়। বেলগাছিয়া থেকে দাসপুরে পিকনিক করতে গিয়ে ওই ঘটনা ঘটেছিল। পিকনিক সেরে বাগনানে ফেরার পথে রূপনারায়ণ নদীতে ডুবে গিয়েছিল নৌকা। ১৮ জন ছিল ওই নৌকায়। এই বছরেই জানুয়ারিতে গুজরাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। ভাদোদরায় একটি স্কুলের তরফে পিকনিকের সময় ওই দুর্ঘটনা ঘটেছিল। হ্রদে ডুবে গিয়েছিল নৌকা। একাধিক পড়ুয়া ও শিক্ষক মারা গিয়েছিলেন।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: 'ভর্তুকিতে শিক্ষা পেয়েছি, দেশকে ফেরানোটাও দায়িত্ব', বললেন UPSC-সফল গৌতম