সুকান্ত মুখোপাধ্যায়, জয়নগর: দিনের ব্যস্ততা শুরু হতেই মঙ্গলবার হইচই শুরু হয়ে যায় জয়নগরে। কারণ? সেখানকার দক্ষিণ বারাসাত বাজার এলাকায় আজ এক সদ্যোজাতের দেহ (Newborn Body Found In Joynagar) দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে, শুরু হয় চাপা গুঞ্জন।


কী জানা গেল?
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আজ সকালে জয়নগর থানার দক্ষিণ বারাসাত বাজার এলাকায় একটি সদ্যোজাত শিশুর দেহ পড়ে থাকতে দেখেছিলেন তাঁরা। সময় নষ্ট না করে দ্রুত জয়নগর থানায় খবর দেওয়া হয়। পুলিশও দ্রুত ঘটনাস্থে পৌঁছয়। দেহটি উদ্ধার করে। এই ঘটনার পর থেকে এলাকায় চাপা আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, কোথা থেকে এল এই শিশু? কে বা কারা রেখে গেল? কী ভাবে মৃ্ত্যু হয়েছিল তার?  ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। অতীতে, এক সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার ঘিরেও শিরোনামে এসেছিল জয়নগর। সে বার জয়নগর পুরসভার টাউন হলের সামনে থেকে সদ্যোজাতের দেহ মেলে। আজকের পর অনেককেই হয়তো ২০২২-র অক্টোবরের ওই ঘটনার কথা মনে করিয়ে দেবে।


অতীতে যা ঘটেছিল...
সেবারও স্থানীয় বাসিন্দাদেরই চোখে পড়ে সদ্যোজাতের দেহটি। পুরসভার টাউন হলের সামনের বাগানে ছোট্ট দেহটি পড়ে থাকতে দেখেন তাঁরা। জয়নগর থানার পুলিশ দেহ উদ্ধার করেছিল। তার আগে, ২০২১ সালের ডিসেম্বরে, ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল মালদার চাঁচলে।একেবারে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দফতরের পাশ থেকে সদ্যোজাতের দেহ উদ্ধার করা হলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দা-সহ রোগী-পরিজনরা। পুরো ঘটনাটি নিয়ে নিন্দা করেন ওই হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস। জানা যায়, ঘটনার দিন দুপুরে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দফতরের পাশে একটি সেফটি ট‍্যাঙ্কের উপর দেহটি পড়েছিল। স্থানীয় সূত্রে খবর প্রায় ৩ ঘণ্টা প্লাস্টিকে মোড়া অবস্থায় সদ্যোজাতর দেহ পড়ে ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি জানার পর ঘটনাস্থলে এসে দেহটি নিয়ে যায়। এই ঘটনা নিয়ে নিন্দার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা।
এত বড় হাসপাতাল, গোটা গ্রাউন্ডে ঝকঝকে আলো। রয়েছে নিরাপত্তা রক্ষীরাও। এরপরেও এই ধরনের ঘটনা কেন হল? এনিয়ে প্রশ্ন তোলেন চাঁচলের বাসিন্দারা। হাসপাতালের সুপার জয়ন্ত বিশ্বাস অবশ্য বলেছিলেন, 'এটি হাসপাতালের ঘটনা নয়। কেউ বা কারা বাইরে থেকে মৃত সদ‍্যোজাত শিশুটিকে হাসপাতাল চত্বরে ফেলে দিয়ে গেছে। আমরা পুরো বিষয়টি চাঁচল থানায় জানিয়েছি। ঘটনাটি আমরা তদন্ত করছি।' 


আরও পড়ুন:নতুন বছরেই নামল পারদ, চলতি সপ্তাহেই নামবে বৃষ্টি, জানুন কোথায় কোথায়