আবির দত্ত, কলকাতা: পঞ্চসায়র থানা এলাকার নয়াবাদে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর রহস্যমৃত্য়ু। আবাসনের ছাদ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ৬৭ বছরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর নাম বিজয় মণ্ডল।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর রহস্যমৃত্য়ু: গতকাল রাত আড়াইটে নাগাদ নয়াবাদের আবাসনের ছাদে প্রতিবেশীরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পঞ্চসায়র থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আত্মহত্যা নাকি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর মৃত্য়ুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে পঞ্চসায়র থানার পুলিশ।
ছাত্রের দেহ উদ্ধার: বেহালার পলিটেকনিক পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় চলতি সপ্তাহে হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল ৭ দিন ধরে নিখোঁজ ছাত্রের পচাগলা মৃতদেহ। বছর ১৯-এর হার্দিক দাস বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্ঞান ঘোষ পলিটেকনিকের প্রথম বর্ষের পড়ুয়া হার্দিক গত ১৪ ফেব্রুয়ারি কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায়, বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
পরিবারের দাবি, নিখোঁজ পড়ুয়ার মোবাইল ফোন ট্র্যাক করে টালা ও দমদম স্টেশনে টাওয়ার লোকেশন মেলে। রেল পুলিশের দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে ওই ছাত্রকে দমদম স্টেশনে এক যুবকের সঙ্গে কথা বলতেও দেখা যায়। এরপরই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। গতকাল উলুবেড়িয়ার হীরাপুরে গঙ্গার ঘাট থেকে নিখোঁজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। খুন না কি আত্মহত্যা? তদন্তে পুলিশ। জ্ঞান ঘোষ পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন, হার্দিক। পরিবার সূত্রে খবর, গত ১৪ ফেব্রুয়ারি সকালে কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কলেজ পৌঁছে বাবাকে মেসেজ পাঠান। কিন্তু নির্ধারিত সময়ে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
আরও পড়ুন: Coochbehar: তৃণমূল-বিজেপি অশান্তির জের, সাহেবগঞ্জে বিজেপির পার্টি অফিস ভাঙচুর