দিনহাটা: দিনহাটার (Dinhata) বুড়িরহাটে তৃণমূল-বিজেপি অশান্তির জের। গতকাল বিকেল থেকেই উত্তপ্ত দিনহাটা মহকুমা। রাতে সাহেবগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় বিজেপির পার্টি অফিস ও কর্মীদের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সকাল থেকে থমথমে সাহেবগঞ্জ। গতকালের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। হামলার অভিযোগকে ঘটনার প্রতিক্রিয়া বলে দাবি করলেও তৃণমূল কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।                                   


ভাঙচুর, আগুন, মারধর বুড়িরহাটে তৃণমূল-বিজেপি অশান্তির জের এবার ছড়িয়ে পড়ল দিনহাটা মহকুমা জুড়ে। দিনহাটার জায়গায় জায়গায় বিজেপি নেতা ও কর্মীদের বাড়ি, পার্টি অফিসে হামলার একগুচ্ছ অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ঘিরে তুলকালাম শুরু হয় দিনহাটা মহকুমা জুড়ে।বামনহাট ১ নম্বর অঞ্চল এবং সাহেবগঞ্জে বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বামনহাট ২ নম্বর পঞ্চায়েত এলাকার কালমাটি গ্রামে বিজেপির মণ্ডল সহ সভাপতি কৃষ্ণকান্ত বর্মনের বাড়িতে হামলার পরে, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                                                                                               

অশান্তির আঁচ পড়েছে দিনহাটা পুরসভা এলাকাতেও। সামনে এসেছে দিনহাটার ৭ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা মুন্না সাউয়ের বাড়িতে হামলার সময়কার সিসিটিভি ফুটেজ। দিনহাটা পুরসভারই গোপালনগরে এক বিজেপি কর্মীর দোকান ও বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে।দিনহাটার শালমারাতেও বিজেপি নেতা তপন বর্মনের বাড়িতে হামলার অভিযোগ সামনে এসেছে। অশান্তি থামাতে জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু, বন্ধ হয়নি রাজনৈতিক হুমকি-হুঁশিয়ারির পালা। এদিকে, বুড়িরহাটে অশান্তি পাকানোর অভিযোগে মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  তৃণমূল ও বিজেপির সংঘাতের জেরে উত্তপ্ত দিনহাটার পরিস্থিতি। ফলে পঞ্চায়েত ভোটের আগে জেলার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।


আরও পড়ুন: Sagardighi By Poll: রাত পোহালেই সাগরদিঘিতে উপনির্বাচন, ভোটের প্রস্তুতি তুঙ্গে