বগটুই: বগটুইকাণ্ডলালন শেখের তদন্তে CID-এর নজরে এবার রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্পের ইন্টারোগেশন রুম। আজ দ্বিতীয়বার তদন্তে আসছে ফরেন্সিক দল। শাওয়ার পাইপ থেকে শৌচাগারের উচ্চতা, লালনের ওজন ও উচ্চতা, সবটাই পরীক্ষা করে দেখা হবে। এই উচ্চতায় আত্মহত্যা সম্ভব কি না, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। লালনের দেহের ভার বহনের ক্ষমতা শাওয়ার পাইপের ছিল কিনা, তা জানতে সম ওজনের সামগ্রী দিয়ে পরীক্ষা করা হবে।


অন্যদিকে রামপুরহাটে CBI হেফাজতে লালন শেখের মৃত্যুর ঘটনায় তৃতীয় দিন সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেকেন্ড-ইন-কমান্ড অজয় ভাটনগর। লালনের মৃত্যুর ঘটনায় পুলিশের FIR-এ নাম থাকা CBI আধিকারিক ও অফিসারদের সঙ্গে কথা বলছেন CBI-এর অ্যাডিশনাল ডিরেক্টর। গরুপাচার মামলার দুই তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য ও স্বরূপ দে-কেও নিজাম প্যালেস থেকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। গরুপাচার মামলার ওই দুই তদন্তকারী অফিসারের বয়ানও রেকর্ড করা হচ্ছে। 


লালন শেখের মৃত্যু মামলার শুনানি হাইকোর্টে। শুরু তদন্ত জানাল সিবিআই। আগামী ১৯ শে ডিসেম্বরের মধ্যে সিবিআইকে আদালতে বিভাগীয় তদন্তের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পরবর্তী শুনানি হবে আগামী ১৯ ডিসেম্বর। সিবিআইয়ের বক্তব্য এই ঘটনা দুর্ভাগ্যজনক। 'সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিআইডি'। এই তদন্তে ভরসা রাখতে পারা যাচ্ছে না বলে আদালতে জানাল সিবিআই। সিবিআইয়ের অভিযোগ এটি আত্মহত্যার ঘটনা, কিন্তু খুনের ধারায় মামলা রুজু হয়েছে, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে রাজ্যের বক্তব্য, সিবিআইয়ের তদন্তে আমরা বাধা দিচ্ছি না।হেফাজতে মৃত্যু হলে তার তদন্ত কে করবে ? প্রশ্ন রাজ্যের। অন্য তদন্তের সঙ্গে এই তদন্তের কোনও সম্পর্ক নেই, বক্তব্য রাজ্যের। কর্মরত বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো হোক, বক্তব্য মামলাকারীর।