কলকাতা: হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্তে বগটুই গ্রামে সিআইডি। লালন শেখের স্ত্রীর বয়ান রেকর্ড করবে রাজ্য গোয়েন্দা সংস্থা। সোমবার জেরার সময় লালনকে কি মারধর করা হয়েছিল? কীভাবে মৃত্যু হল বগটুইকাণ্ডে মূল অভিযুক্তের? তা জানতে একই মামলায় অভিযুক্ত জাহাঙ্গির শেখকে গতকালই রামপুরহাট জেলে গিয়ে জেরা করে সিআইডি। রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী অফিসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর পর, বিস্ফোরক অভিযোগ করেন তাঁর স্ত্রী। গত মঙ্গলবার তিনি দাবি করেন, বাড়ির সিসি ক্যামেরার হার্ড ডিস্ক চেয়ে চাপ দিচ্ছিলেন সিবিআই অফিসাররা। চাওয়া হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা। 


বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছিল সিআইডি। তারপর হাইকোর্টে নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। এখন লালন শেখের মৃত্যুর জেরে সিবিআই ফিরেছে কলকাতায়।  সিআইডির এফআইআরের বিরুদ্ধে তারা দ্বারস্থ হয়েছে হাইকোর্টের। আর বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে ফের বগটুইয়ে পৌঁছে গেল সিআইডি।


শুক্রবার সকাল সাড়ে ১১টায়, বগটুইয়ে লালন শেখের পৈতৃক বাড়িতে পৌঁছন সিআইডির আধিকারিকরা। সেখানে লালন শেখের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করেন তাঁরা। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। লালনের স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের ৭ অফিসার ও আধিকারিকের বিরুদ্ধে খুন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। সূত্রের খবর, সেই অভিযোগপত্রের বিষয়েই রেশমা বিবিকে প্রশ্ন করেন রাজ্যের গোয়েন্দারা।


সিবিআই হেফাজতে লালন শেখকে কেউকেটাদের নাম বলতে চাপ দেওয়া হার্ডডিস্ক না দিতে পারলে ৫০ লক্ষ টাকা দিয়ে রফা করার প্রস্তাব দেওয়া, লালনকে মারধর করা, যাবতীয় অভিযোগ সম্পর্কেও জানতে চান গোয়েন্দারা। গত ৯ মাসে বগটুই বারবার বিলাপ করেছে স্বজনহারানোর বেদনায়। প্রথমে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন। একই রাতে বগটুইয়ে ১০ জনকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা। আর এবার সেই ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্যমৃত্যু। 


এই পরিস্থিতিতে গোটা বগটুই কার্যত বাকরুদ্ধ!লালন শেখের মৃত্যুর পরে গ্রামে আরও ৪৫ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে পুলিশের ৩টি মোবাইল ভ্যান। বিকল হয়ে যাওয়া ক্লোজ সার্কিট ক্যামেরাগুলিও মেরামত করা হয়েছে । 


আরও পড়ুন: P M Abash Yojana : খোদ উপপ্রধানের শাশুড়ি, দেওরের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায়, স্বজনপোষণের অভিযোগ সোনারপুরেও