ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : শুভেন্দু-গড়ে ( Suvendu Adhikari )  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  ( Abhishek Bandyopadhyay ) হাইভোল্টেজ জনসভার আগে পূর্ব মেদিনীপুরের ( East Midnapore )  ভগবানপুরে বোমা বিস্ফোরণ! পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ভূপতিনগরের অর্জুননগর অঞ্চলের নাড়ুয়া বিরলা গ্রামে বিস্ফোরণ হয়।


তৃণমূল সূত্রে দাবি, বিস্ফোরণে দলের এক বুথ সভাপতি ও কর্মী মিলিয়ে মোট ৩ জন আহত হয়েছেন। কিন্তু কীভাবে বিস্ফোরণ, তা নিয়ে রাজ্যের শাসক দলের তরফে কোনও বক্তব্য এখনও পর্যন্ত মেলেনি। অন্যদিকে, ভগবানপুরের বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা।


সভাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে ঘটে বোমা বিস্ফোরণ

এনিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। আজ কাঁথিতে, শান্তিকুঞ্জের অদূরে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখান থেকে ৪০ কিলোমিটার দূরে ঘটে বোমা বিস্ফোরণ। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  ঘটনাস্থলে যাচ্ছে ভূপতিনগর থানার পুলিশ। 


নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর


অন্যদিকে, কাঁথিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ সভা। তার আগে নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠল! ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের দাউদপুরে। স্থানীয় পঞ্চায়েতের প্রধান শেখ সামসুল ইসলামের দাবি, শুক্রবার দুপুরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালায়। পরে গ্রামবাসীরা হামলাকারীদের ধরে তুলে দেয় পুলিশের হাতে। 


বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের কোন্দলের জেরেই পার্টি অফিস ভাঙচুর হয়েছে বলে দাবি করেছে তারা।


href="https://www.instagram.com/p/ClqJbKeLF44/?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank">জেলা জেলা থেকে সবথেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।