হিন্দোল দে, দক্ষিণ চব্বিশ পরগনা : পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা মজুত? ৫ দিনে ৩ বার। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে ফের বোমার হদিশ। গ্রামের মাঠে খড়ের গাদার মধ্যে নাইলনের ব্যাগে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। মঙ্গলবার সকালে গ্রামের বাসিন্দারা দেখতে পান।
বোমা ফেটে জখম ২ কিশোর
খবর পেয়ে কুলপি থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। গত বৃহস্পতিবার ছামনাবনি গ্রামে কৌটো বোমা ফেটে জখম হয় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। এর তিনদিনের মাথায়, রবিবার গ্রাম থেকে উদ্ধার হয় ২৪টি তাজা বোমা।
এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। তার রেশ কাটতে না কাটতেই ফের কুলপির ওই গ্রামে বোমার হদিশ। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় বাড়ছে আতঙ্ক।
সম্প্রতি মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যু
সম্প্রতি উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বোমা বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর পর বোমা উদ্ধারের ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি গ্রামে। মজুত কৌটো বোমা ফেটে জখম হয় দুই কিশোর। গত ১৭ তারিখ বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করে কুলপি থানার পুলিশ।
এরপর রাতভর এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৫টি তাজা বোমা ও একটি আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে গ্রামের একটি কালভার্টের নিচে ব্যাগ দেখতে পায় ১৫ ও ১৬ বছরের দুই কিশোর। ব্যাগ খুলতেই বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।
সোমবার ব্যান্ডেলে স্কুলের মাঠে থেকে উদ্ধার হয় তাজা বোমা
স্কুল ছুটি থাকায় অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায় সকলে। খবর পেয়ে ব্যান্ডেলের নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের মাঠ থেকে ৩টি তাজা বোমা উদ্ধার করে চুঁচুড়া থানার পুলিশ। বোমা উদ্ধারের প্রতিবাদে স্কুলের সামনে টায়ার জ্বালিয়ে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, সকালে স্থানীয়রাই স্কুলের মাঠে বোমা পড়ে থাকতে দেখেন। এ নিয়ে আতঙ্ক ছড়ায়। পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় বোমা উদ্ধার চলছে। এবার ব্যান্ডেলের কোদালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রাইমারি স্কুলের চত্বরে মিলল বোমা। পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা তৃণমূলের, দাবি বিজেপির। অন্যদিকে, বোমা রেখে সন্ত্রাস ছড়ানোর জন্য বিজেপিকেই দায়ী করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। পুলিশ জানিয়েছে, কে বা কারা বোমা রেখেছে, তা জানতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Hooghly: সাতসকালে স্কুলের মাঠে বোমা, নলডাঙা নারায়ণপুর প্রাইমারি স্কুলের সামনে ৩টি তাজা বোমা উদ্ধার | Bangla News