ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: গত এক সপ্তাহ ধরে বীরভূমে (Birbhum) প্রতিদিনই উদ্ধার হচ্ছে বোমা, বারুদ, বিস্ফোরক। এবার সাঁইথিয়ার ফুলুর অঞ্চলের চাঁদপুর গ্রাম থেকে মিলল ব্যাগ ও দুটি প্লাস্টিকের বালতি বোঝাই বোমা। ব্যাগ ও বালতি মিলিয়ে প্রায় ৬০-৭০টি বোমা রয়েছে বলে পুলিশের অনুমান।
বীরভূমে ফের বোমা উদ্ধার: বারুদের স্তূপে বীরভূম। আজ সকালে স্থানীয় বাসিন্দারাই বোমাগুলি দেখতে পান। এলাকা ঘিরে ফেলে সাঁইথিয়া থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। গত এক সপ্তাহে বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কয়েকশো বোমা উদ্ধার হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এভাবে বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
চলতি সপ্তাহে লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মিলল তাজা বোমা। শুক্রবার রাতে দরবারপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০ মিটার দূরে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। প্লাস্টিকের ড্রামে ২৫-৩০টি বোমা ছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই দুষ্কৃতী গোলাম মোস্তাফার বাড়ি। কয়েকমাস আগে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। এই দরবারপুর গ্রামেই ২০১৭ সালে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
তার আগে বীরভূমে উদ্ধার বিপুল পরিমাণে বিস্ফোরক। নলহাটির মধুপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ২ বস্তা জিলেটিন স্টিক, ৩২০০ টি ডিটোনেটর উদ্ধার করে পুলিশ। কিন্তু এত বিস্ফোরক এল কোথা থকে, কে বা কারামজুত রেখেছিল সেগুলি, তদন্তে নলহাটি থানার পুলিশ।অন্যদিকে, নলহাটিরই লস্করপুরের কাছে রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার হয় এক ব্যাগ তাজা বোমা। শুক্রবার ভোররাতে নলহাটি থানা পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। তারাপীঠের নুরুদ্দিপুরে ঝোপ থেকে একটি বোমা ভর্তি বালতি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৮ -১০ টি বোমা মিলেছে বালতিতে।
বৃহস্পতিবার রামপুরহাটের নারায়ণপুর গ্রামে হানা দেয় পুলিশ। মাঠের একধারে ঝোপের মধ্যে দুটি ড্রামে বোমা রাখা ছিল। সেখান থেকে ৩০টি তাজা বোমা উদ্ধার হয়। এর আগে গতকাল রাতে লোকপুর থানা এলাকার বারাবন জঙ্গল থেকে ২২টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে বীরভূম থেকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?