সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা :  রবিবার রাতে উত্তাল বউবাজার। যেন রণক্ষেত্র ! গলিজুড়ে কাচের টুকরো। ভেঙে চুরমার গাড়ির কাচ। বাইকগুলোর বেহাল দশা। ছুটির দিনের শেষ লগ্নে উত্তাল বউবাজারের নবীন চন্দ্র বড়াল লেন। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই নবীন চন্দ্র বড়াল লেনে মধ্যরাতে এই ধুন্ধুমার।


৪০-৫০ জনের দলের দাদাগিরি                                                 


রবিবার রাত ১১টার পর এলাকায় একদল বহিরাগত দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। রাতে বাইকে এবং হেঁটে এলাকায় সিনেমার কায়দায় ঢুকে পড়ে মারমুখী যুবকরা। প্রায় ৪০-৫০ জনের একটি দল ঢুকে পড়ে গলিতে। গাছের ডাল ও লোহার রড দিয়ে প্রথমেই বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। তারপর ভাঙচুর করা হয় কয়েকটি বাইক ও গাড়ি।


মহিলারাও আক্রান্ত


মুচিপাড়া থানার পুলিশের সামনেই প্রায় ৮-১০ বাড়ি এবং একটি গাড়ি ও ৪-৫টি মোটরবাইক ভাঙচুর, কাচের বোতল, থান ইট ছোড়া হয়। মহিলারাও আক্রান্ত হন বলে অভিযোগ। গোটা ঘটনায় ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে-র দিকেই আঙুল তুলেছেন নবীনচন্দ্র বড়াল লেনের বাসিন্দারা। 


 পুলিশে খবর দেন এলাকার লোকজন। কিন্তু অভিযোগ পুলিশকর্মীদের বুড়ো আঙুল দেখিয়ে তাদের উপস্থিতিতেই হামলা চালানো হয়।  স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীরা হামলা চালান মহিলাদের উপরও।  আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এক যুবককে।


কে ঘটাল এমন কাণ্ড?


এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দের অনুগামীরাই এইসব কাণ্ড ঘটিয়েছে। রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও বিশ্বরূপ দের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সকালে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের দাবি, তাঁরা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, সেই কারণেই হামলা। কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজিরও অভিযোগ তুলেছেন তাঁরা। 


আমার কাছে কেউ কোনও অভিযোগ করেনি বলে দাবি করেছেন কাউন্সিলর বিশ্বরূপ দে। তাঁর দাবি, উল্টোদিকেই তাঁর পার্টি অফিস। কারও কিছু বলার থাকলে সেখানে এসে বলতে পারে। তাঁর মতে, লোকসভা ভোটের আগে সকলের একসঙ্গে কাজ করার কথা।  


অন্যদিকে এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। 


আরও পড়ুন : 


বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ, পুরোপুরি সারেও না, জেনে নিন COPD নিয়েই দীর্ঘায়ু হওয়ার উপায়