সঞ্চয়ন মিত্র, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ফের আতঙ্ক ফিরল দুর্গাপিতুরি লেনে (Durga Pituri Lane)। সকালে হঠাৎ একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ে। যদিও ওই বাড়িতে কেউ থাকতেন না। বাড়ির নীচে থাকা দোকানও বন্ধ ছিল। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরে মেট্রোর কর্মীরা এসে বাড়ির বাকি বিপজ্জনক অংশ ভেঙে ফেলেন।
হুড়মুড় করে ভেঙে পড়ল বাড়ি: তখনও ভোরের আড়মোড়া ভেঙে পুরোদমে ছন্দে ফেরেনি বউবাজার। সেই সময়ে হুড়মুড় করে ভেঙে পড়ল এলাকার একটি বাড়ির কার্নিশের একাংশ। এই নিয়ে চারবার। আতঙ্ক পিছু ছাড়ছে না দুর্গাপিতুরি লেনের বাসিন্দাদের! ঘড়ির কাঁটায় তখন সকাল পৌনে সাতটা। আচমকা ভেঙে পড়ল 6C দুর্গাপিতুরি লেনের এই বাড়িটির কার্নিশ!
ফিরল উৎকণ্ঠার দিন-রাত: বউবাজারের বাসিন্দাদের জীবনে ফিরে এল উৎকণ্ঠার দিন-রাত। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত বাড়িটিতে বর্তমানে কোনও বাসিন্দা না থাকলেও নীচতলায় রয়েছে একটি দোকান। সেই দোকান বন্ধ থাকায় রক্ষা পেয়েছেন কর্মীরা। পরে মেট্রোর কর্মীরা এসে বাড়ির বাকি বিপজ্জনক অংশ ভেঙে ফেলেন। ২০১৯ সালে দুর্গাপুজোর আগে বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকড়াপাড়া লেনে বাড়িতে ফাটল দেখা দেয়।
এর পর, গত বছরের ১১ মে, ফাটল ধরে দুর্গাপিতুরি লেনের কয়েকটি বাড়িতে। সেই ঘটনার ৫ মাস কাটতে না কাটতে। ১৪ অক্টোবর, ২০২২-এ ফের বউবাজারে ফাটলের আতঙ্ক ফিরে আসে। শুক্রবার সেই বিপর্যয়ের স্মৃতিই ফিরল 6C দুর্গা পিতুরি লেনের বাড়িটিতে। কবে কাটবে এই আতঙ্ক? কিন্তু, বারবার এভাবে বউবাজারের মানুষগুলোর মাথার ওপর থেকে বিপর্যয়ের মেঘ কবে কাটবে? প্রশ্ন উঠছে।
বাড়ি খালির নির্দেশ: সপ্তাহ দুয়েক আগে ২টি বাড়ির বাসিন্দাদের নোটিস দেওয়া হয়, প্রয়োজনে আরও বাড়ি খালি করতে বলা হতে পারে। মেট্রোর কাজের জেরেই, বউবাজারের বাসিন্দাদের বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়। দু-একদিনের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষের নোটিস পেয়ে আশঙ্কায় ভুগছেন বাড়িগুলির বাসিন্দারা। নিজেদের ভিটেমাটি ছেড়ে, হোটেলে আশ্রয়।মেট্রো বিপর্যয়ের জেরে বারবার এই দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বউবাজারের একাংশের বাসিন্দাদের। সেই অনিশ্চয়তাই কি আবার ফিরতে চলেছে? এই প্রশ্নেই এখন ঘোর দুশ্চিন্তায় বউবাজারের দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেনের বাসিন্দারা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর আপৎকালীন প্য়াসেজ বা egress shaft তৈরি হবে বউবাজারে। সেই কাজের জন্য ৬-এ দুর্গা পিতুরি লেন এবং ৯ নম্বর দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের বাড়ি খালি করার নোটিস দিয়েছে মেট্রোরেল।