ঝিলম করঞ্জাই, কলকাতা: স্রেফ এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তর স্তনের অংশ বাদ দিয়ে পুনর্গঠন। কাঁটাছেড়া ছাড়াই ক্যানসার রুখতে অতি বিরল অস্ত্রোপচারের নজির গড়ল SSKM-র সার্জারি বিভাগ। অস্ত্রোপচারের পর এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছি, জানিয়েছেন রোগিনী।


স্তন সম্পূর্ণ বাদ না দিয়েও ক্যানসার রুখতে অতি বিরল অস্ত্রোপচারে নজির গড়ল SSKM-র (SSKM Hospital) সার্জারি বিভাগ। চিকিৎসার পরিভাষায় যাকে বলে, এন্ডোস্কোপিক ব্রেস্ট সার্জারি উইথ প্রাইমারি রিকন্সট্রাকশন (Edoscopy Brest Surgery With Primery Reconstruction)। 


ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা এখন আর নতুন নয়। কিন্তু সার্জারির সিদ্ধান্ত নিতে অনেকেই দেরি করে ফেলেন। কেউ কেউ আবার চিকিৎসার বিকল্প পথও খোঁজেন। যার ফলে বিপদ বাড়ে।  


চিকিত্সকরা বলছেন, এই পদ্ধতিতে বড় কোনও কাটাছেঁড়ার বালাই নেই। ক্যানসার আক্রান্তর স্তনের অংশ বাদ দিয়ে পুনর্গঠন করা হয় এন্ডোস্কোপি পদ্ধতিতে। হাওড়ার সালকিয়ার বাসিন্দা বছর পঁয়তাল্লিশের এই মহিলার শরীরে বাসা বেঁধেছিল কর্কট রোগ। 


২০২১ সালে SSKM-এর ব্রেস্ট সার্জারি বিভাগে চিকিৎসার জন্য আসেন। পরীক্ষা-নিরীক্ষা পর চিকিৎসকরা বুঝতে পারেন, পরিস্থিতি আর অস্ত্রোপচারের পর্যায়ে নেই।


এসএসকেএমের অধ্যাপক চিকিৎসক ডাঃ দীপ্তেন্দ্র সরকার জানান, চলতি মাসে ওই মহিলাকে ভর্তি করিয়ে গত বুধবার হয়েছে অস্ত্রোপচার হয়। বগলের নীচে ও পিঠে দুটো ছোট ফুটো করে এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে অপারেশন হয়েছে। এমনকী, পেটের কাছে মজুত ল্যাটিসমাস ডরসাইল পেশি তুলে এনে স্তনের প্রাথমিক পুনর্গঠনের কাজও সারা হয়েছে এন্ডোস্কোপি পদ্ধতিতে। ব্রেস্ট সার্জারিতে এমন পদ্ধতির প্রয়োগ অভিনব। 


অস্ত্রোপচারের পর এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ রোগিনী জানিয়েছেন, ছুরি-কাঁচির অপারেশন হলে শরীরে দাগ হত। এ সব ভেবেই অন্য রাস্তা খুঁজছিলাম। এটা এতটাই সহজ যে, ভয়ের কোনও কারণ নেই। এখন আগের চেয়ে অনেক ভাল আছি। বাইরে থেকে বোঝার মতো বড় দাগ হয়নি।


এই নিয়ে দ্বিতীয়বার এই ধরণের অস্ত্রোপচারে সাফল্য পেল SSKM, জানিয়েছেন চিকিৎসকরা।