Adani Wilmar Share: ডিসকাউন্টে লিস্টিংয়ের পর ধরা-ছোঁয়ার বাইরে চলে গেল আদানি-উইলমারের শেয়ার। টানা দু'দিন আপার সার্কিট লেগে রইল শেয়ারে। মাত্র তিনদিনে শেয়ারের দাম বাড়ল ৬৮ শতাংশ।
Stock Market Update: এদিন মার্কেট শুরু হতেই National Stock Exchange (NSE)-তে ওপরে উঠতে শুরু করে আদানি-উইলমারের শেয়ার। দ্বিতীয় দিনেও ২০ শতাংশ বেড়ে বাজার বন্ধের আগেই আপার সার্কিট লেগে যায় স্টকে। বৃহস্পতিবার NSE-তে স্টকের দাম ওঠে ৩৮৬.২৫ টাকা।
Share Market Update: পরিসংখ্যান বলছে, এদিনের বাজার বন্ধের সময় ইস্যু প্রাইস ২৩০ টাকা থেকে ৬৮ শতাংশ বেড়ে যায় আদানি-উইলমারের। এমনকী ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-তে লিস্টিং প্রাইস ২২৭ টাকার থেকে ৭০ শতাংশ বেড়ে গিয়েছে শেয়ারের দাম। একই সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-তে ডেবিউ প্রাইসের থেকে ৭৫ শতাংশ বেড়ে গিয়েছে শেয়ারের দাম।
Adani Wilmar Share: 'হোল্ড', 'সেল' না 'বাই' কল নেবেন ?
এমনিতেই কোম্পানির আইপিও-র ডিসকাউন্ট লিস্টিং অবাক করেছিল বাজার বিশেষজ্ঞদের। কোম্পানির নেতিবাচক আত্মপ্রকাশে হতবাক হয়েছিলেন অনেকেই। যদিও ছাড়ে তালিকাভুক্ত হওয়ায় বিনিয়োগকারীদের জন্য দারুণ সুয়োগ করে দেয় এই IPO। এ প্রসঙ্গে রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট আরাফত সয়িদ বলেন, '' যে বিনিয়োগকারীরা আইপিওতে শেয়ার পেয়েছেন, তাদের এই সময় স্টক ধরে রাখা উচিত। এটি একটি দীর্ঘমেয়াদী খেলা। নিজের সেগমেন্টে শীর্ষে রয়েছে এই বিগ প্লেয়ার।"
Stock Market Update: কী করতে বলছেন বিশেষজ্ঞরা ?
আদানি-উইলমারের শেয়ার ধরে রাখার পরামর্শ দিচ্ছেন আনন্দ রাঠি শেয়ার অ্যান্ড স্টক ব্রোকারস-এর হেড-ইক্যুইটি রিসার্চ অ্যানালিস্ট নরেন্দ্র সোলাঙ্কি। শেয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'এটা দীর্ঘ সময় ধরে রাখার শেয়ার।' তবে এই শেয়ার নিয়ে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন ভ্যালপ্রোর ডিরেক্টর অংশুমান খন্না। তাঁর মতে, 'বাজারে তালিকাভুক্ত হওয়ার দিন থেকে লাভের স্থিতিশীল পথ অনুসরণ করেছে এই শেয়ার। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে দেখা যায়, লিস্টিংয়ের দিন ভাল করলেও তারপর থেকেই পড়তে থাকে শেয়ার। যদিও আদানির ক্ষেত্রে যা ঘটেনি। তাদের মজবুত আর্থিক পরিকাঠামো দেখিয়েছে কোম্পানি। মিডিয়াম থেকে লং টার্মে এই শেয়ার বিনিয়োগকারীদের সুফল দেবে। তবে যারা ট্রেডিংয়ের জন্য এই শেয়ার নিয়েছেন তাদের লাভ নিয়ে নেওয়া উচিত।
Adani Wilmar Share Update: তালিকাভুক্তির পর টানা ৩ দিন ধরে উঠছে আদানি-উইলমার। এই সময় স্টক বিক্রি করবেন কিনা তা জানতে মুখিয়ে রয়েছেন অনেক বিনিয়োগকারী। স্টক প্রসঙ্গে প্রফিশেন্ট ইক্যুইটিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মনোজ ডালমিয়া বলেন, ''স্টকটির দাম এখন ঠিক জায়গায় রয়েছে। কিছু বিক্রি না হওয়া পর্যন্ত কেউ স্টক ধরে রাখতে পারেন। যদি কেউ এটিকে ঝুঁকিপূর্ণ মনে করেন তবে প্রায় 50 শতাংশ বিক্রি করে দিন। তবে যারা নতুন পজিশন তৈরি করতে চাইছেন, তারা স্টক পড়ার জন্য অপেক্ষা করতে পারেন। এই সময় চাইলে প্রফিট বুকিংও করা যেতে পারে।''
Adani Wilmar IPO: বর্তমানে আদানি গ্রুপের ছয়টি কোম্পানি দেশের এক্সচেঞ্জগুলিতে তালিকাভুক্ত রয়েছে। আদানি এন্টারপ্রাইজেস বাদে অন্যান্য তালিকাভুক্ত কোম্পানিগুলি হল আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস ও আদানি পোর্টস ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ)। ভোজ্য তেল ছাড়াও, আদানি উইলমার চাল, গমের আটা ও চিনির মতো খাদ্য পণ্য বিক্রি করে। পাশাপাশি সাবান, হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারের মতো পণ্যও বিক্রি করে কোম্পানি।