Buddhadeb Bhattacharjee Death Live : প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দেহদান সম্পন্ন, শেষযাত্রায় উপচে পড়ল ভিড়

Buddhadeb Bhattacharjee Dies : শুক্রবার শেষকৃত্য, বিকেল ৪টেয় এনআরএস হাসপাতালে দেহদান করা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। 

ABP Ananda Last Updated: 09 Aug 2024 07:19 PM
Buddhadeb Bhattacharjee News: প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত হয়েছে। কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে এই খবর মিলেছে। যাঁদের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে, তাঁরা কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন। গতকাল জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পর তাঁরা এখন স্থিতিশীল রয়েছেন।

Buddhadeb Bhattacharjee News Live : কাস্তে-হাতুড়ি-তারার পতাকা গায়ে জড়িয়ে শেষ যাত্রায় দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী

তারার দেশে বুদ্ধদেব ভট্টাচার্য। কাস্তে-হাতুড়ি-তারার পতাকা গায়ে জড়িয়ে শেষ যাত্রায় দুইবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার আকুতি তাঁর অসংখ্য অনুরাগী ও গুণমুগ্ধদের।

Buddhadeb Bhattacharjee News : বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যর দুটি কর্নিয়া সফলভাবে দু'জনের চোখে প্রতিস্থাপিত। ২ জনেই ভুগছিলেন কর্নিয়াজনিত অন্ধত্বে। খবর রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি সূত্রে।

Buddhadeb Bhattacharjee News Live : খেলা পাগল ছিলেন, সব খবর রাখতেন, বুদ্ধবাবুর মৃত্যুর পর প্রতিক্রিয়া সৌরভের

যখন ক্যাপ্টেন ছিলাম, দল ভাল কিছু করলেই ফোন করতেন, কথা বলতেন। খেলা পাগল ছিলেন, সব খবর রাখতেন। বুদ্ধবাবুর মৃত্যুর পর প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

Buddhadeb Bhattacharjee News Live : খেলা পাগল ছিলেন, সব খবর রাখতেন, বুদ্ধবাবুর মৃত্যুর পর প্রতিক্রিয়া সৌরভের

যখন ক্যাপ্টেন ছিলাম, দল ভাল কিছু করলেই ফোন করতেন, কথা বলতেন। খেলা পাগল ছিলেন, সব খবর রাখতেন। বুদ্ধবাবুর মৃত্যুর পর প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

Buddhadeb Bhattacharjee Death : বঙ্গ রাজনীতিতে বুদ্ধ-অধ্যায়ের পরিসমাপ্তি, আলিমুদ্দিনে অনুগামীদের ভিড়

আলিমুদ্দিনে এলেন বাবুল সুপ্রিয়। এলেন সব্যসাচী চক্রবর্তী। আবেগপ্রবণ পূর্ণদাস বাউল। 

Buddhadeb Bhattacharjee Demise: শেষবার আলিমুদ্দিনে বুদ্ধবাবু, সাধারণ থেকে সেলেব্রিটি, ভিড় সিপিএমের দলীয় কার্যালয়ে

শেষবার আলিমুদ্দিনে বুদ্ধবাবু। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় সিপিএমের দলীয় কার্যালয়ে। বিকেলে মিছিলের পর এনআরএসে দেহদান।

Buddhadeb Bhattacharjee Death: প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে একই ফ্রেমে অভিষেক-শুভেন্দু

বিধানসভায় বিরল দৃশ্য। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে একই ফ্রেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী। মাল্যদান করলেন রাজ্যের মন্ত্রীরা। মালা দিলেন বিরোধী দলনেতা।

Buddhadeb Bhattacharjee Death : বিধানসভার পর আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হল মরদেহ

বিধানসভার পর আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হল মরদেহ। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভিড় সিপিএমের দলীয় কার্যালয়ে। বিকেলে মিছিলের পর এনআরএসে দেহদান।

WB News Live : বিধানসভার গেটে স্লোগানে স্লোগানে প্রয়াত নেতাকে অভিবাদন

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ। বিধানসভার গেটে স্লোগানে স্লোগানে প্রয়াত নেতাকে অভিবাদন। 

Buddhadeb Bhattacharjee Death : আর কিছুক্ষণেই বিধানসভায় পৌঁছবে বুদ্ধবাবুর মরদেহ

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। রাতভর পিস ওয়ার্ল্ডেই শায়িত ৩ বারের মুখ্যমন্ত্রী। সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে। কাল চক্ষুদানের পর আজ এনআরএসে হবে দেহদান।

Buddhadeb Bhattacharjee : তিনবারের মুখ্যমন্ত্রীর মরণোত্তর দেহ দান করা হবে

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বিধানসভা, আলিমুদ্দিন স্ট্রিট হয়ে তাঁর শেষ যাত্রা পৌঁছবে NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে তিনবারের মুখ্যমন্ত্রীর মরণোত্তর দেহ দান করা হবে। গতকাল থেকে তাঁর দেহ শায়িত রয়েছে তপসিয়ার পিস ওয়ার্ল্ডে। 

Buddhadeb Bhattacharjee News Live : এগারোটা থেকে সাড়ে এগারোটা, বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা

সকাল সাড়ে ১০টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে দেহ বের করে নিয়ে যাওয়া হবে বিধানসভা ভবনে। এগারোটা থেকে সাড়ে এগারোটা, বিধানসভা ভবনে দেহ রাখা থাকবে আধঘণ্টা। 

Buddhadeb Bhattacharjee Death Live Updates : আজ সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে

চক্ষুদানের পর আজ এনআরএসে দেহদান। পিস ওয়ার্ল্ডে থাকবে দেহ। আজ সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে।

Buddhadeb Bhattacharjee Death Live Updates : আজ সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে

চক্ষুদানের পর আজ এনআরএসে দেহদান। পিস ওয়ার্ল্ডে থাকবে দেহ। আজ সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে।

Buddhadeb Bhattacharjee Death Live Updates : আজ সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে

চক্ষুদানের পর আজ এনআরএসে দেহদান। পিস ওয়ার্ল্ডে থাকবে দেহ। আজ সকাল ১১টায় বিধানসভা ঘুরে দেহ যাবে আলিমুদ্দিনে।

Buddhadeb Bhattacharjee Death News : তিনবারের মুখ্যমন্ত্রীর মরণোত্তর দেহ দান আজ

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বিধানসভা, আলিমুদ্দিন স্ট্রিট হয়ে তাঁর শেষ যাত্রা পৌঁছবে NRS মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে তিনবারের মুখ্যমন্ত্রীর মরণোত্তর দেহ দান করা হবে।

Buddhadeb Bhattacharjee Death : দুপুর ৩টে ১৫ পর্যন্ত মজফ্ফর আহমেদ ভবনে থাকবে তাঁর মরদেহ

বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত মজফ্ফর আহমেদ ভবনে থাকবে তাঁর মরদেহ। সাড়ে ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে শ্রদ্ধাজ্ঞাপন। বিকেল ৪টেয় এনআরএসে দেহদান।

Buddhadeb Bhattacharjee Death : সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ

আজ সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। সকাল ১১ থেকে ১১টা ৩০ পর্যন্ত বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন। 

Buddhadeb Bhattacharjee : বৃহস্পতিবার পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে এলেন মুখ্যমন্ত্রী। 

Buddhadeb Bhattacharjee Death News : বৃহস্পতিবার ব্রেকফাস্টের পরেই COPD অ্যাটাক

দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ব্রেকফাস্টের পরেই COPD অ্যাটাক। নেমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা। কাজ হয়নি বাইপ্যাপেও। 

Buddhadeb Bhattacharjee Death News : পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব

প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত হন তিনি। গতকাল সকাল ৮টা ২০-তে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য।
পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 

প্রেক্ষাপট

বাম দুর্গের শেষ সেনাপতি বিদায় নিয়েছেন বৃহস্পতিবারই । অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে ৮০ বছর বয়সে জীবনাবসান হয়েছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। শুক্রবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। 


এদিন সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে নিয়ে যাওয়া হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ। সকাল ১১ থেকে ১১টা ৩০ পর্যন্ত বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। বেলা ১২টা থেকে দুপুর ৩টে ১৫ পর্যন্ত মুজফ্ফর আহমেদ ভবনে রাখা থাকবে প্রয়াত মুখ্যমন্ত্রীর মরদেহ। সাড়ে ৩টে থেকে ৩টে ৪৫ পর্যন্ত দীনেশ মজুমদার ভবনে জানানো হবে শেষশ্রদ্ধা। বিকেল ৪টেয় এনআরএস হাসপাতালে দেহদান করা হবে প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। 


দীর্ঘদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ব্রেকফাস্টের পরেই COPD অ্যাটাক। নেমে গিয়েছিল অক্সিজেনের মাত্রা। কাজ হয়নি বাইপ্যাপেও। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


আরও পড়ুন 


দলীয় পতাকা, ফুলে শেষ শ্রদ্ধা, পিস ওয়ার্ল্ডে শায়িত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ

 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.