কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee Died)। বয়স হয়েছিল ৮০ বছর। পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু। গতকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়। এদিন সকাল ৮টা ২০-তে মৃত্যু হয় তাঁর। 


প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য: রাজ্যের রাজনীতির আকাশে নক্ষত্রপতন। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। ২০০১-২০১১, টানা ১১ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ফুসফুসের সমস্যা বা COPD-তে ভুগছিলেন। আজ সকাল ৮টা ২০-তে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, গত ৩ দিন জ্বরে ভুগছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে অবস্থা স্থিতিশীল ছিল। আজ সকালে জ্বর বাড়ে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়। কিন্তু সেই সময় দেননি বুদ্ধদেব ভট্টাচার্য। বিমান বসু, মহম্মদ সেলিম-সহ সিপিএম নেতৃত্ব তাঁর বাড়িতে যাচ্ছেন। সূত্র মারফত জানাচ্ছে, আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর  COPD-র অ্যাটাক হয়। ফলে স্যাচুরেশন লেভেল নামতে শুরু করে। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। 


কখন শেষকৃত্য? 


প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মরদেহ আজ পিস ওয়ার্ল্ডে সংরক্ষণ করা হবে। কর্মী, সমর্থক ও গুণগ্রাহীদের জন্য আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে CPM-র রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে শায়িত থাকবে মরদেহ। এখান থেকেই বিকেল ৪টেয় শুরু হবে শেষ যাত্রা। চিকিৎসা ক্ষেত্রে গবেষণার প্রয়োজনে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ কোনও মেডিক্যাল কলেজে দান করা হবে বলে দলের তরফে জানানো হয়েছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Rain Alert: অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি, সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা বঙ্গে