সন্দীপ সরকার, বজবজ: বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমারের ঘটনায় গ্রেফতার করা হল ৭০ জনকে। একাধিক বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এমনকী প্রতিবাদে রাস্তা অবরোধও করে বিক্ষোভকারীরা। রান্নার গ্য়াসের সিলিন্ডারের প্লাগ খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখানো হয়। গোটা এলাকা গ্যাসে ভরে যাওয়ায় চরম আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে আসে দমকল। বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ। 

বকেয়া মজুরির দাবিতে বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের LPG বটলিং প্লান্টে শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার। ১০টি বাইক ভাঙচুর করে আগুন লাগানোর চেষ্টা এবং রাস্তা অবরোধ করাহয়। রান্নার গ্য়াসের সিলিন্ডারের ভালভ খুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন চালক ও খালাসিরা। ঝাঁঝাঁলো গ্যাসে প্রথমে পিছু হঠে পুলিশ। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে বজবজ-পূজালি রোড। এরপর ডায়মন্ড পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পৌঁছয় দমকল। এই ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ। 

শ্রমিকদের দাবি, ইন্ডিয়ান অয়েলের লোডিং-আনলোডিংয়ে বেশ কয়েক বছরের টাকা বকেয়া রয়েছে। তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কাছে দরবার করেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। গতকাল বকেয়া মেটানো নিয়ে শাসকদলের নেতৃত্বের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল শ্রমিকদের। অভিযোগ, বৈঠক শুরুর আগে বহিরাগতরা বিক্ষোভকারী শ্রমিকদের ওপর হামলা চালায়। শ্রমিকদের পাল্টা বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 

বজবজের পূজালির ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এক্স হ্যান্ডল পোস্ট, তৃণমূলের সিন্ডিকেট-সংস্কৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একউজ্জ্বল উদাহরণ। পণ্য লোডিং-আনলোডিংয়ে আধিপত্য বিস্তারের লোভে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। গতকালের বিক্ষোভে ক্ষুব্ধ শ্রমিকরা যেভাবেসিলিন্ডার থেকে রাস্তায় গ্যাস ছেড়ে দিয়েছিলেন, তা ভয়াবহ চেহারা নিতে পারত। ইন্ডিয়ান অয়েলের বটলিং প্লান্ট, ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি হাসপাতাল-সহ আশেপাশের এলাকা আগুনের গ্রাসে চলে যেত।...তৃণমূলের অনিয়ন্ত্রিত সিন্ডিকেটরাজের কারণে জীবন, সম্পত্তি ও জীবিকা বিপন্ন হয়ে পড়েছিল। এটা কোনও শাসনব্যবস্থা নয়, বেপরোয়াভাবে ক্ষমতা দখল, যা নিরীহ মানুষের জীবন বিপন্ন করে তোলে। শোষণ এবং বিশৃঙ্খলার উপর ভর করে চলা এমন একটা শাসক দলের থেকে পশ্চিমবঙ্গের জনগণ আরও বেশি কিছু পাওয়ার যোগ্য। বজবজে অশান্তির ঘটনায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী।