কমলকৃষ্ণ দে, বর্ধমান: বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে (Burdwan Medical College) অভীক দে-র প্রবেশ অবৈধ ঘোষণার দাবি তুললেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। জুনিয়র চিকিৎসক ও পড়ুয়াদের অভিযোগ বর্ধমান মেডিক্য়াল কলেজেও ভয়ের বাতাবরণ তৈরি করেছিল অভীক ও তাঁর অনুগামীরা। এদিকে, অভীক দের আইবুড়ো ভাত ও জন্মদিন পালনের ছবি ভাইরাল হয়েছে। বর্ধমান মেডিক্য়াল কলেজ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি গৌরাঙ্গ প্রামাণিক বলেন, "অভীক দেকে বর্ধমান মেডিক্য়াল কলেজের যদি কোনওরকম কোনও অফিসিয়াল পদে থাকেন সমস্ত পদ থেকে তাঁকে উৎপাটন করে, অপসারণ করে তাঁর অনুপ্রবেশ এই কলেজে অবৈধ ঘোষণা করার জন্য় আজকে আমাদের বর্ধমান মেডিক্য়াল কলেজের সমস্ত ছাত্র সমাজ প্রিন্সিপাল ম্য়াডামের কাছে এবং কলেজ কাউন্সিলের কাছে এই দাবি জানাচ্ছে।''
প্রবেশ অবৈধ ঘোষণার দাবি: আর জি কর-কাণ্ডের আবহে রাজ্য়ের বিভিন্ন মেডিক্য়াল কলেজে, একটি নির্দিষ্ট লবির বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ উঠেছে। SSKM মেডিক্যাল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ভয়ের বাতাবরণ তৈরির অভিযোগ তুলেছেন বর্ধমান মেডিক্য়াল কলেজের পড়ুয়াদের একাংশ। সোমবার অভীকের বর্ধমান মেডিক্য়াল কলেজে প্রবেশ অবৈধ ঘোষণার দাবি তোলেন চিকিৎসক পড়ুয়ারা। আর জি কর মেডিক্য়াল কলেজের চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় হাসপাতালের সেমিনার হলের একটি ছবি ভাইরাল হওয়ার পর অভীক দে-র নাম সামনে আসে। ভাইরাল ছবিতে দেখা যায়, যেখানে চিকিৎসকের দেহ উদ্ধার হয়, তার একদম কাছাকাছি দাঁড়িয়ে লাল জামা পরা এক ব্যক্তি। লাল জামা পরা ব্য়ক্তিকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে দাবি করা হয় কলকাতা পুলিশের তরফে। যদিও, এই ব্যক্তিকে SSKM মেডিক্যাল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি অভীক দে বলে দাবি করে চিকিৎসকদের সংগঠন IMA।
এবার অভীক দে-র বিরুদ্ধে সরব হয়েছেন বর্ধমান মেডিক্য়ালের পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, আর জি কর-কাণ্ডের দুদিন পর বর্ধমান মেডিক্য়াল কলেজের লেকচার থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পরেও সেখানে ঢুকে বৈঠক করেন অভীক। বর্ধমান মেডিক্য়াল কলেজের ইন্টার্ন চিকিৎসক আসরাফ আলি খান বলেন, "সেদিন ১৫০ থেকে ২০০ জন ছাত্র অভীক দে-র সামনে উপস্থিত ছিল। সবাই সাক্ষী আছে।'' SSKM মেডিক্যাল কলেজের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির আইবুড়ো ভাত ও জন্মদিন পালনের ছবিও ভাইরাল হয়েছে। বর্ধমান মেডিক্য়াল কলেজের এক জুনিয়র চিকিৎসক জানিয়েছেন, "এটা আসলে আমাদের বর্ধমান মেডিক্য়াল কলেজের যে অ্য়াকাডেমিক বিল্ডিং সেই অ্য়াকাডেমিক বিল্ডিংয়ের উপরে একটা গেস্টহাউস আছে। সেই গেস্টরুমে এই ইভেন্টটা যেটা আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা পালন করা হয়। ডক্টর অভীক দে ও তাঁর স্ত্রী।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় ধর্ষণবিরোধী বিল আনছে রাজ্য়, কী রয়েছে এই বিলে?