কমলকৃষ্ণ দে , মেমারি : আসানসোল যাওয়ার পথে পূর্ব বর্ধমানের মেমারির কাছে দুর্ঘটনায় পড়ল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস। পুলিশ সূত্রে খবর, বাসটি সল্টলেকের করুণাময়ী থেকে আসানসোল যাচ্ছিল।


২ নম্বর জাতীয় সড়কে মেমারির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিঙে ধাক্কা মেরে বাসটি ঝুঁকে পড়ে। আতঙ্কে চিত্‍কার শুরু করেন যাত্রীরা। স্থানীয় বাসিন্দারা হাত লাগান উদ্ধারকাজে। দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ৭ যাত্রী। আহতদের বর্ধমানের অনাময় ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। বাসের যাত্রীদের অভিযোগ, প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছিল বাসটি। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা।


সল্টলেকের করুণাময়ী থেকে ছেড়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি। যাচ্ছিল পশ্চিম বর্ধমানের আসানসোলে।  কিন্তু সকাল ১০টা নাগাদ, ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় মেমারির কানাইডাঙার কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জানা যায়, রেষারেষি করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। প্রথমে স্থানীয় বাসিন্দারাই বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগান। পরে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। আহত ৭ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে জাতীয়সড়কের দুর্গাপুরমুখী লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
 
যাত্রী সৌরভ বসু বলেন, আচমকা জোরে ধাক্কা মারে বাসটি। তারপর দু-বার পাল্টি খায়। এরপর পড়ে যায়।


মা উড়ালপুলেও দুর্ঘটনা 
ই এম বাইপাসে দুর্ঘটনার জেরে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ মেট্রোপলিটান মোড়ের কাছে, মা উড়ালপুলে ওঠার মুখে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। ঘটনায় আহত হন চালক ও খালাসি। পুলিশ সূত্রে খবর, ট্রেলারের সামনে একটি গাড়ি চলে আসায় আচমকা ব্রেক কষেন চালক। তাতেই দুর্ঘটনা ঘটে।  

দুপুর ১২ টার শিরোনাম 



  • কাউকে করোনার ভ্যাকসিন নিতে বাধ্য করা যাবে না, জানাল সুপ্রিম কোর্ট। টিকা নিলে কী উপসর্গ, দিতে হবে তথ্য। কেন্দ্রের ভ্যাকসিন নীতিকে সমর্থন করেও জানাল সর্বোচ্চ আদালত।

  • জনতার কাছে যাওয়ার সময় হয়েছে। শুরু হবে বিহার থেকে। এবার কি নতুন রাজনৈতিক দল গড়ে ভোটের ময়দানে প্রশান্ত কিশোর? ট্যুইট ঘিরে জল্পনা তুঙ্গে। 

  • ভোট পরবর্তী হিংসা ও গণতন্ত্র বাঁচাওয়ের ডাক দিয়ে আজ মহামিছিল বিজেপির। ট্যুইট শুভেন্দুর, তর্পণ দিলীপের। শহরজুড়ে ভোট পরবর্তী হিংসার হোর্ডিং পদ্ম শিবিরের।

  • পাকা দেখা, বিয়ের শাড়ি কেনার পর গড়ফায় হবু বধূর রহস্যমৃত্যু। হবু বর ঘুরে যাওয়ার পরেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার। পরে মৃত বলে ঘোষণা। গ্রেফতার অভিযুক্ত প্রেমিক।

  • অভিযুক্ত চাওয়ায় ১ লক্ষ টাকা ধার করে তরুণীর পরিবার। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে এসেছিল প্রাক্তন প্রেমিকও। খুন, না আত্মহত্যা? অপেক্ষা ময়নাতদন্ত রিপোর্টের।

  • আসানসোল যাওয়ার পথে মেমারির কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মেরে ৫০ জন যাত্রীকে নিয়ে ঝুলে গেল বাস। আহত ৭, বড় বিপদ থেকে রক্ষা।