কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এক টিকিটেই ভাগ্য বদল ছিলেন লরি চালক আর ভাগ্যের ফেরে তিনি আজ কোটিপতি পূর্ব বর্ধমানের গোপালপুরের বাসিন্দা সেখ আজীদ পেশায় লরি চালকমাঝে মধ্যেই কাঠেন লটারি, কিন্তু এবার ৩০ টাকার লটারি কেটে কোটিপতি।                       

টিকিট জয়ের খবর পেয়ে নিজেকে বিশ্বাসই করতে পারেননি কিন্তু টাকা জয়ের খবর পেয়ে চিন্তায় লরি চালক আজাদ লক্ষ্মী ঘরে আসতেই ঘুম উড়েছে তার। নিরাপত্তার জন্য তিনি দ্বারস্থ হন দেওয়ান দিঘি থানার। তাঁকে গত চারদিন তাকে তাকে থাকতে হয় থানাতেই পুলিশের আশ্রয়ে।                                       

সেখ আজীদ বলেন, সম্প্রতি আসানসোল থেকে ফেরার পথে জাতীয় সড়কের ধারে একটি লটারির দোকান থেকে টিকিট কেটেছিলাম । পরের দিন টিকিট মেলাতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর।

নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছিলেন না, যে প্রথম পুরস্কার জিতেছেন তিনি।                                                                                      

তবে লটারিতে কোটিপতি হয়ে গিয়েও শান্তি নেই। পুরস্কার জেতার ঘণ্টাখানেকের মধ্যেই নিরাপত্তার কারণে দেওয়ানদিঘি থানায় চলে যান তিনি। পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন জানান সেখ আজীদ। তাঁর আবেদনে সাড়া দেয় পুলিশ।                 

তারপর থেকে চারদিন থানায় ছিলেন তিনি। অবশেষে দেওয়ানদিঘি থানার পুলিশ বর্ধমানের একটি দোকানে যোগাযোগ করেন, এরপর দেওয়ানদিঘি থানার পুলিশ বুধবার সন্ধ্যায় তাকে সঙ্গে নিয়ে আসেন সেই দোকানে, টাকা পাওয়ার জন্য সেই দোকান থেকেই অনলাইনের মাধ্যমে সরকারের কাছে আবেদন করা হয়।                                    

 

তবে এই টাকা পেয়ে তিনি কিছু জমি কিনবেন বলেও জানিয়েছেন।