কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: একদিকে বুধবার যখন 'বহিরাগত' প্রবেশের অভিযোগে তুলকালাম বাধল কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। ঠিক তখনই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) হস্টেলগুলিতে বহিরাগতদের দাপটের অভিযোগ সামনে এল। বহিরাগতদের উপস্থিতিতে নিয়মিত বসছে মদ্যপানের আসর! এমনটাই অভিযোগ করেছেন হস্টেল কর্মীদের একাংশ। অভিযোগ, মুখ খুললে দেওয়া হচ্ছে হুমকিও। এই অভিযোগের ভিত্তিতে কাল ১১টি হস্টেলের সুপারকে বৈঠকে ডাকার পাশাপাশি হস্টেলগুলিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহ উপাচার্য।
অন্যান্য হস্টেলে আবাসিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন: যাদবপুরের (Jadavpur) ছাত্র মৃত্য়ুতে তোলপাড় রাজ্য। নাবালকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। হস্টেলের পরিস্থিতি, ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা না থাকা নিয়েও একাধিক অস্পষ্ট ছবি। যাদবপুরের ছাত্রমৃত্যু নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতিও। আর এই প্রেক্ষাপটে রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির হস্টেলে আবাসিকদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
'সুপার সিনিয়র' দাপট: এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) হস্টেলগুলিতে 'সুপার সিনিয়র' বলে পরিচিত বহিরাগতদের দাপটের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ উঠেছে, 'সুপার সিনিয়র'দের কথাতেই নিয়ন্ত্রিত হয় হস্টেলগুলি। হস্টেল কর্মীদের একাংশ অভিযোগ করেছেন, বহিরাগতদের উপস্থিতিতেই নিয়মিত বসছে মদ্যপানের আসর! এ নিয়ে মুখ খুললেই হুমকি দেওয়া হচ্ছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ছাত্রাবাসে বর্তমানে আবাসিক সংখ্যা ৯৯। অথচ, হস্টেলে রান্নার কাজে যুক্ত কর্মীদের দাবি, রান্না হয় ১১০-১১৫ জনের। প্রশ্ন উঠছে এই অতিরিক্ত খাবার কাদের জন্য? তবে কি এখানেও বেআইনিভাবে বহিরাগতরা থাকছেন হস্টেলে? এসএফআইয়ের অভিযোগ, তৃণমূলের প্রাক্তন ছাত্রনেতারা হস্টেল দখল করে রেখেছে এখানেও। এ দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে স্মারকলিপি জমা দিয়েছে এসএফআই।
একনজরে হস্টেলের তালিকা
ছাত্রদের হস্টেল
- অরবিন্দ
- চিত্তরঞ্জন
- রবীন্দ্র
- নেতাজি
- বিবেকানন্দ
ছাত্রীদের হস্টেল
- নিবেদিতা
- মীরাবাঈ
- সরোজিনী
- প্রীতিলতা
রিসার্চ স্কলার মহিলাদের জন্য গার্গী হস্টেল।
রিসার্চ কলার বয়েজদের জন্য আইনস্টাইন হস্টেল।
ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে, বেআইনিভাবে থাকা প্রাক্তন ছাত্র, বহিরাগতদের ৭দিনের মধ্যে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য জানিয়েছেন, বৃহস্পতিবার ১১টি হস্টেল সুপারকে বৈঠকে ডাকা হয়েছে। প্রতি হস্টেলে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন ঘরে কোন, পড়ুয়া তা নথিভুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হবে।
আরও পড়ুন: Jadavpur University: 'ঘেরাও করেছেন পড়ুয়ারা, তাই যেতে পারছি না,' পুলিশকে জানালেন ডিন অফ স্টুডেন্টস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন