By Election Result 2023 Live: বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল তৃণমূলের, ৪ হাজারের বেশি ভোটে জিতলেন নির্মলচন্দ্র রায়

By Election Result 2023 Live Updates: গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল।

ABP Ananda Last Updated: 08 Sep 2023 05:24 PM
Dhupguri Election Result News Live: 'সাংগঠনিক দুর্বলতা রয়েছে, মানুষ মনে করেননি আমরা হারাতে পারব' ধূপগুড়িতে হারের পর বার্তা বাম নেতা সুজন চক্রবর্তীর

'সাংগঠনিক দুর্বলতা রয়েছে। মানুষকে দোষ দেব কেন, তাঁরা মনে করেননি হয়তো তৃণমূল বা বিজেপিকে আমরা হারাতে পারব, তাই কাঙ্খিত ভোট দেননি, তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না' ধূপগুড়িতে বাম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার পর আত্ম পর্যালোচনা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।

Dhupguri Election Result News Live : ধূপগুড়ির জয় ইন্ডিয়া জোটের, দিল্লি যাওয়ার আগে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ধূপগুড়ির জয় ইন্ডিয়া জোটের, দিল্লি যাওয়ার আগে বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Dhupguri Election Result News Live: পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি

তৃণমূলের 'রায়েই' মানুষের রায়, বিজেপির হাতছাড়া ধূপগুড়ি। পঞ্চায়েত ভোটের পর ফের ধাক্কা বিজেপির, তৃণমূলেরই ধূপগুড়ি। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস। ৪৬ শতাংশ ভোট পেয়ে ধূপগুড়ি ছিনিয়ে নিল শাসকদল। বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের থেকে ২ শতাংশ কম, ৪৪% ভোট। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেলেন ৭ শতাংশেরও কম ভোট। ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট। অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর, মানলেন খোদ বিজেপি প্রার্থী। 

Dhupguri Election Result News Live : ধূপগুড়িতে হার বিজেপির, ফ্যাক্টর অভিষেকের মহকুমা-ঘোষণা?

ধূপগুড়িতে হার বিজেপির, ফ্যাক্টর অভিষেকের মহকুমা-ঘোষণা? 'বিজেপির সঙ্গে যারা ছিল, শেষমুহূর্তে তারা সিদ্ধান্ত নিতেও পারে', বলছেন খোদ তৃণমূলত্যাগী বিজেপি নেত্রী মিতালি রায় ।

Dhupguri Election Result News Live: 'কুস্তি'তে হার অধীর-সেলিমের, ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের

'কুস্তি'তে হার অধীর-সেলিমের। ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের। দাগ কাটতেই পারলেন না কংগ্রেস সমর্থিত বামপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়।
৬ শতাংশ ভোটেই আটকে বাম-কংগ্রেস জোটের ভোট। 

Dhupguri Election Result News Live : জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি, ধূপগুড়ির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Dhupguri Election Result News Live: ধূপগুড়ি উপনির্বাচনে জয় তৃণমূলের, বাম-কংগ্রেসকে খোঁচা দেবাংশুর

ধূপগুড়ি উপনির্বাচনে জয় তৃণমূলের, বাম-কংগ্রেসকে খোঁচা দেবাংশুর। 'ইন্ডিয়া জোটের প্রকাশ্য বিরোধিতার শাস্তি পেলেন বাম-কংগ্রেসের রাজ্য নেতারা। পঞ্চায়েতে সাময়িক উত্থানে ইতি পড়ল উপনির্বাচনে', সোশাল মিডিয়ায় কটাক্ষ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর।

Dhupguri Election Result News Live: ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়, কত ভোট পেলেন বাকিরা ?

বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল নিল তৃণমূল কংগ্রেস । ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় । হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট। ৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় । 

Dhupguri Election Result News Live: ধূপগুড়ি জয়ে কী প্রতিক্রিয়া ফিরহাদের ?

ধূপগুড়িতে শাসকদলের এই জয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। এদিন ফিরহাদ হাকিম বলেন, 'মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিশ্বাস রেখেছে। উন্নয়নই শেষ কথা বলবে, সাম্প্রদায়িকতা শেষ কথা বলবে না। '

Dhupguri Election Result News Live: ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক

জয়ের পর ধূপগুড়ির মানুষকে ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'ঘৃণা ও ধর্মান্ধতার রাজনীতিকে হারিয়েছে উন্নয়নের রাজনীতি। ধূপগুড়ির উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব', সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি ধূপগুড়িতে শাসকদলের এই জয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিমও।

Dhupguri Election Result News Live: বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল তৃণমূলের

 উপনির্বাচনে ধূপগুড়ি পুনরুদ্ধার তৃণমূলের। বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল শাসকদলের। তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় জিতলেন ৪ হাজারের বেশি ভোটে। গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল।

অষ্টম রাউন্ড শেষে ব্যবধান কমলেও এগিয়ে তৃণমূল প্রার্থী

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমে এগিয়ে থাকলেও, বিজেপিকে পিছনে ফেলল তৃণমূল। অষ্টম রাউন্ড শেষে ব্যবধান কমলেও এগিয়ে তৃণমূল প্রার্থী। উপনির্বাচনের গণনায় পরতে পরতে পট পরিবর্তন। অষ্টম রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩ হাজার ৮৬৬ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়। অষ্টম রাউন্ডে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের প্রাপ্ত ভোট ৮৩ হাজার ৫৪৫। সপ্তম রাউন্ডের শেষে বিজেপি তাপসী রায়ের প্রাপ্ত ভোট ৭৯ হাজার ৬৭৯। সপ্তম রাউন্ড: কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্রের প্রাপ্তি ১১ হাজার ৫৩০ ভোট।

Dhupguri Election Result News Live: ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের

ইন্ডিয়া জোটের উল্টো পথে হেঁটে ধূপগুড়িতে ভরাডুবি রাজ্য বাম-কংগ্রেসের। দাগ কাটতেই পারলেন না কংগ্রেস সমর্থিত বামপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। ৬ শতাংশ ভোটেই আটকে বাম-কংগ্রেস জোটের ভোট। ৭ রাউন্ড শেষে বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ১০ হাজার ৬২।

Dhupguri Poll Result News Live: সপ্তম রাউন্ড শেষে ব্যবধান কমলেও এগিয়ে তৃণমূল প্রার্থী


ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। উপনির্বাচনের গণনায় পরতে পরতে পট পরিবর্তন। সপ্তম রাউন্ড শেষে ব্যবধান কমলেও এগিয়ে তৃণমূল প্রার্থী। সপ্তম রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ২ হাজার ৯৩১ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৭২ হাজার ৪৪০
বিজেপির প্রাপ্ত ভোট ৬৯ হাজার ৫০৯। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেয়েছেন ১০ হাজার ৬২ ভোট। 

Dhupguri Election Result News Live: ষষ্ঠ রাউন্ড শেষে অনেকটা এগিয়ে তৃণমূল প্রার্থী

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। উপনির্বাচনের গণনায় পরতে পরতে পট পরিবর্তন। ষষ্ঠ রাউন্ড শেষে অনেকটা এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। ষষ্ঠ রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩ হাজার ৭৭৩ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৬২ হাজার ৬০২। বিজেপির প্রাপ্ত ভোট ৫৮ হাজার ৮২৯। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেয়েছেন ৮ হাজার ২২৯ ভোট।

Dhupguri Poll Result News Live: ধূপগুড়ি উপনির্বাচনে পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। পঞ্চম রাউন্ড শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। পঞ্চম রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৯৬২ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়। পঞ্চম রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ৫০ হাজার ৪৪১। বিজেপির প্রাপ্ত ভোট ৪৯ হাজার ৪৭৯। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী পেয়েছেন ৫ হাজার ৫৯০ ভোট।

Dhupguri Election Result News Live: জোটপ্রার্থীর 'পারফরম্যান্স' দেখে কী প্রতিক্রিয়া অধীরের ?

'সাগরদিঘি নিয়ে বলেছিলাম জেতার সম্ভাবনা প্রবল, ধূপগুড়ি নিয়ে বলিনি', জোটপ্রার্থীর 'পারফরম্যান্স' দেখে প্রতিক্রিয়া অধীর চৌধুরীর।

Dhupguri Poll Result News Live: ধূপগুড়ি উপনির্বাচনে চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী

ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। চতুর্থ রাউন্ড শেষে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী। চতুর্থ রাউন্ড শেষে বিজেপি প্রার্থীর থেকে ৩৬০ ভোটে এগিয়ে নির্মলচন্দ্র রায়। চতুর্থ রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯ হাজার ৯৬। বিজেপির প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৭৩৬ ।

Dhupguri Election Result News Live: দ্বিতীয় রাউন্ডের শেষে ১০১৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়


ধূপগুড়ি উপনির্বাচনে বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় রাউন্ডের শেষে ১০১৮ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়। দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপি পেয়েছে ১৮ হাজার ১৬৫ ভোট। দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১৭ হাজার ১৪৭। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ২ হাজার ৭৯।

Dhupguri Poll Result News Live: ধূপগুড়ি উপনির্বাচনে ভোটগণনায় এগিয়ে বিজেপি

ধূপগুড়ি উপনির্বাচনে ভোটগণনায় এগিয়ে বিজেপি। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়। তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের থেকে বিজেপি এগিয়ে ১৫৬৪ ভোটে। প্রথম রাউন্ডের শেষে বিজেপি পেয়েছে ৮ হাজার ৮৯২ ভোট। প্রথম রাউন্ডে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ৭ হাজার ৩২৮। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থীর প্রাপ্ত ভোট ১ হাজার ৩১০। 

Puthu Pally Poll Result News Live: কেরলের পুথুপল্লিতে এগিয়ে কংগ্রেস

কেরলের পুথুপল্লি বিধানসভায় গণনায়  এগিয়ে কংগ্রেস। 

UP Ghosi Assembly Poll Result News Live : উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টি

উত্তরপ্রদেশে অ্যাডভান্টেজ 'ইন্ডিয়া' জোট। উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টি। প্রথম রাউন্ড গণনা শেষে এগিয়ে অখিলেশের দল।  

Dhupguri Poll Result News Live: পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়

ধূপগুড়ি উপনির্বাচনে ভোটগণনা শুরু (Dhupguri Election Result 2023)। পোস্টাল ব্যালট গণনাতেই বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে পিছিয়ে থেকেও এগিয়ে গেল বিজেপি। পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়। পোস্টাল ব্যালটে বিজেপি পেয়েছে ৪১৮টি ভোট। তৃণমূল পেয়েছে ১৬০ ভোট, বামপ্রার্থী পেয়েছেন ১২৭টি ভোট।

প্রেক্ষাপট


  • ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের (Dhupguri Bypoll 2023) ভোটগণনা শুরু। পোস্টাল ব্যালটে গণনায় শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে পিছিয়ে থাকলেও এগিয়ে বিজেপি।

  • উপনির্বাচনে অ্য়াডভান্টেজ ইন্ডিয়া জোট। উত্তরাখণ্ড, কেরলে এগিয়ে কংগ্রেস। উত্তরপ্রদেশে এগিয়ে সমাজবাদী পার্টি। সন্ত্রাসের অভিযোগে ত্রিপুরায় গণনা (Tripura Election) বয়কট বামেদের।

  • আজ কোন ‘রায়ে’র দিকে ধূপগুড়ির রায়? আসন ধরে রাখতে পারবে বিজেপি? নাকি ছিনিয়ে নেবে তৃণমূল? দাগ কাটতে পারবে সিপিএম-কংগ্রেস জোট?  

  • ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল ঘোষণা। তার মধ্য়ে অন্য়তম উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র। ২০২১-এর নির্বাচনে, এই কেন্দ্রটি দখল করেছিল বিজেপি। (BJP) 

  •  এবার তৃণমূল বনাম বিজেপি বনাম বাম-কংগ্রেসের যৌথ প্রার্থী। উপনির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ফল কী হবে? নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্র, পঞ্চায়েত নির্বাচন থেকে অভিজ্ঞতা নিয়ে, কাউকে ধারে পাশে ঘেঁষতে দিচ্ছে না। 

  • ১৯৭৭-এ যেবার বামফ্রন্ট প্রথম রাজ্যের ক্ষমতায় এল, সেই তখন থেকেই ধূপগুড়ি বিধানসভা ছিল বামেদের দখলে। ২০১৬-তে প্রথমবার বামেদের হারিয়ে এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের মিতালি রায়।

  •  তবে ২০১৯-এ উত্তরবঙ্গের নির্বাচনী সমীকরণ বদলে দেয় বিজেপি। গেরুয়া ব্রিগেডের দখলেই যায় জলপাইগুড়ি লোকসভা।  যার ৭টি বিধানসভার একটি হল ধূপগুড়ি।

  •  এই কেন্দ্রে ১৭ হাজার ৭৬৬ ভোটে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। এর ২ বছর পরে, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলেরই মিতালি রায়কে হারিয়ে ধূপগুড়ি বিধানসভা দখল করেন বিজেপির বিষ্ণুপদ রায়। তবে লোকসভার লিড অনেকটাই কমে যায়। জয়ের ব্যবধান নেমে আসে ৪ হাজার ৩৫৫-তে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.