By Election Result 2023 Live: বিজেপিকে হারিয়ে ধূপগুড়ি দখল তৃণমূলের, ৪ হাজারের বেশি ভোটে জিতলেন নির্মলচন্দ্র রায়

By Election Result 2023 Live Updates: গণনায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল।

ABP Ananda Last Updated: 08 Sep 2023 05:24 PM

প্রেক্ষাপট

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের (Dhupguri Bypoll 2023) ভোটগণনা শুরু। পোস্টাল ব্যালটে গণনায় শুরুতেই হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে পিছিয়ে থাকলেও এগিয়ে বিজেপি।উপনির্বাচনে অ্য়াডভান্টেজ ইন্ডিয়া জোট। উত্তরাখণ্ড, কেরলে এগিয়ে কংগ্রেস। উত্তরপ্রদেশে এগিয়ে সমাজবাদী পার্টি।...More

Dhupguri Election Result News Live: 'সাংগঠনিক দুর্বলতা রয়েছে, মানুষ মনে করেননি আমরা হারাতে পারব' ধূপগুড়িতে হারের পর বার্তা বাম নেতা সুজন চক্রবর্তীর

'সাংগঠনিক দুর্বলতা রয়েছে। মানুষকে দোষ দেব কেন, তাঁরা মনে করেননি হয়তো তৃণমূল বা বিজেপিকে আমরা হারাতে পারব, তাই কাঙ্খিত ভোট দেননি, তবে এই পরিস্থিতি বেশিদিন থাকবে না' ধূপগুড়িতে বাম প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার পর আত্ম পর্যালোচনা কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।