কলকাতা: মাঝে আর মাত্র ৯ দিন। তারপরই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। তার আগে জোর কদমে প্রচার চালাচ্ছে সমস্ত যুযুধান রাজনৈতিক দল। আর এই আবহেই ভোটের হাওয়া বুঝতে সমীক্ষা চালাল আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন সংস্থা C-Voter। কোন দিকে ঝুঁকে রয়েছে পশ্চিম বর্ধমানের পাল্লা (West Burdwan) ? কী তথ্য উঠে এল জনমত সমীক্ষায় ?
জেলা পরিষদে (Zilla Parishad) পশ্চিম বর্ধমানের মোট আসন ১৮টি। সেখানে তৃণমূল পেতে পারে ১১ থেকে ১৫টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ২ থেকে ৬টি আসন। কংগ্রেস ও বাম জোটের ঝুলিতে যেতে পারে ০-২টি আসন। তেমনটাই ইঙ্গিত C Voter-র জনমত সমীক্ষায়।
২০১৮ সালে পঞ্চায়েত ভোটে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের আসন সংখ্যা ছিল ১৭টি। তার মধ্যে ১৭টিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি, বামফ্রন্ট বা কংগ্রেস, কেউই জেলা পরিষদে কোনও আসন জিততে পারেনি। এবার কি তৃণমূলের গড়ে হানা দেবেন বিরোধীরা?
আগামী ৮ জুলাই, শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোট নির্বাচন। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। এর আগে, ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়েছিল পাঁচ দফায়। কিন্তু, ২০১৮ সালে ভোট হয় এক দফায়। এবারও পঞ্চায়েত ভোট এক দিনেই ঘোষণা করে রাজ্য় নির্বাচন কমিশন। তা নিয়ে আগাগোড়া প্রশ্ন তুলে আসছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, সর্বদল বৈঠক না ডেকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। বিরোধী শিবিরের কারও মতামত গ্রহণ না করে একতরফাভাবে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে বলে দাবি বিরোধীদের। বিষয়টি আদালত পর্যন্তও পৌঁছয়, যদিও তাতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি আদালত।
আগামী ৮ জুলাই রাজ্যের ২০টি জেলা পরিষদ, ৩৪১টি পঞ্চায়েত সমিতি এবং ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ১১ জুলাই। ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে চায় রাজ্য নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া নিশ্চিত। ইতিমধ্যেই রাজ্যে এসেছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা নিশ্চিত করেছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের চাহিদা অনুযায়ী, আরও ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কেন্দ্র কি সেই বাহিনী পাঠাবে? সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন: ABP Exclusive: বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে কবে? কীভাবে-কোথায় কেনা যাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন