কলকাতা:  দেখে নেওয়া যাক কলকাতা পুরভোটে পুরসভার পাঁচ নম্বর বরো-র সম্ভাব্য ফল। কলেজ স্ট্রিট, আর্মহাস্ট স্ট্রিট, বউবাজার, শিয়ালদা এলাকা পড়ে এই বরোর আওতায়। এলিট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এশিয়ার প্রাচীনতম মেডিক্যাল কলেজ, বড় পাইকারি বাজার থেকে দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন। কলকাতা পুরসভার পাঁচ নম্বর বরো যেন ঐতিহ্যের রত্নখচিত। এই বরোয় পরতে পরতে এখনও লুকিয়ে রয়েছে পুরনো কলকাতার সোঁদা গন্ধ। যেখানে ইতিহাস আজও জীবন্ত। আসলে, পাঁচ নম্বর বরোয় ঐতিহ্য ও আধুনিকতার শান্তিপূর্ণ সহাবস্থান। এখানে আজও ঐতিহ্যের গলিঘুঁজি যেমন রয়েছে, তেমনই তৈরি হচ্ছে মেট্রো রুটও।


কলকাতা পুরসভার পাঁচ নম্বর বরোয়া রয়েছে ১১ টি ওয়ার্ড। ২০১৫-র কলকাতা পুরভোটে এই বরোয় সাত ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। কংগ্রেস ২, বিজেপি ১, বাম ১ ওয়ার্ডে জিতেছিল। ২০২১-র বিধানসভা নির্বাচনে ওয়ার্ডভিত্তিক ফলাফলের নিরিখে তৃণমূল ৯ ওয়ার্ডেই বিরোধীদের পিছনে ফেলেছিল। একটি করে ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি ও কংগ্রেস।


সি ভোটারের সমীক্ষার ফলাফল অনুযায়ী, এবারের পুরভোটে এই বরোতে তৃণমূল ৯ টি ওয়ার্ড পেতে পারে। এই বরোতে বিজেপি ও বাম একটি করে ওয়ার্ডে জিততে পারে।


C VOTER’এর সমীক্ষা অনুযায়ী, প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল ৫০ শতাংশ, বিজেপি ২৩ শতাংশ, বাম ৫ শতাংশ, কংগ্রেস পাঁচ শতাংশ ও অন্যান্য ১৭ শতাংশ ভোট পেতে পারে।     


 


উল্লেখ্য, সামনের রবিবারই কলকাতা পুরসভার ভোট। বিধানসভা নির্বাচন, বিধানসভা উপনির্বাচনের পর আরেক হাই ভোল্টেজ ভোট-যুদ্ধ। তার আগে কলকাতার ভোটাররা কী ভাবছেন? সেই আভাস পেতে বরো ভিত্তিক সমীক্ষা চালিয়েছে সমীক্ষক সংস্থা সি ভোটার।


২২ বছরেরও বেশি সময় ধরে জাতীয় পর্যায়ে সমীক্ষা করে আসছে C VOTER। তাদের প্রশিক্ষিত সমীক্ষকরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন। প্রত্যেকটি সমীক্ষা করা হয়, Random Probability Sample-এর ভিত্তিতে। যে পদ্ধতি, সারা বিশ্বে স্বীকৃত। ভারতের বিভিন্ন রাজ্যে, নানা বিষয়ে সমীক্ষা চালানোর অভিজ্ঞতা রয়েছে সি ভোটারের ঝুলিতে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কথা বলেছেন C VOTER-এর সমীক্ষকরা।৮ হাজার ৩৪১ জনের সঙ্গে কথা বলে এই সমীক্ষা করেছে তারা।CATI পদ্ধতির মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছে।এই সমীক্ষার ক্ষেত্রে মার্জিন অফ এরর +- ৩ থেকে ৫ শতাংশ।