কলকাতা : বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) নামে পোস্টারকাণ্ডে হেয়ার স্ট্রিট থানায় (Hare Street PS) মামলা রুজু হল। ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৩ নম্বর ডিফেসমেন্ট অ্যাক্টে মামলা রুজু হয়েছে।
আক্রমণের মুখে হাইকোর্টের বিচারপতি !
বেনজির আক্রমণের মুখে হাইকোর্টের বিচারপতি ! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের পর বিচারপতি রাজাশেখর মান্থা! এজলাসের গণ্ডি ছাড়িয়ে আক্রমণ পৌঁছে যায় প্রায় বিচারপতির বাড়ির দোরগোড়া অবধি ! কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে আক্রমণ করে তাঁরই বাড়ির আশপাশে, পড়ে অজস্র পোস্টার ! একইরকম পোস্টার দেখা যায় হাইকোর্ট চত্বরেও ! আর একই দিনে বয়কটের ডাক দিয়ে, বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ !
সোমবার সকালে, দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে, বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির চারদিকে দেখা যায় এই সমস্ত পোস্টার। রাস্তার ধারে দেওয়াল, দোকান থেকে ATM কাউন্টার, এমনকী নো পার্কিং বোর্ড ছয়লাপ করে দেওয়া হয় বিচারপতির বিরুদ্ধে আক্রমণাত্মক পোস্টারে।
এদিকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে পথ আটকে বিক্ষোভ দেখানো হয়! যার জেরে থমকে যায় আদালতের বিচারপ্রক্রিয়া। ভুগতে হয় বিচারপ্রার্থীদের। ফলে এই ঘটনা সাধারণ মানুষের স্বার্থ এবং গণতন্ত্রের ওপর কার্যত আঘাত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবারের এই ঘটনা নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে সর্বস্তরে।
এই ঘটনায় কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, রাজ্যপাল তাঁদের বলেন, বিচারব্যবস্থাকে কখনওই সন্ত্রস্ত করা যায় না। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না। সূত্রের খবর, তিনি আরও বলেন, কারও কোনও রায় পছন্দ না হলে, উচ্চ আদালতে যেতে পারেন। বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, এটা পৃথিবীর কোথাও হয় না। পাশাপাশি বিচারপতি মান্থাকে উপযুক্ত সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল। শুধু তাই নয়, রাজ্যপাল বলেন, সেই সুরক্ষা ব্যবস্থায় বিচারপতি যেন আশ্বস্ত হন। সূত্রের খবর, পোস্টার খোলা হয়েছে কিনা, তাও জানতে চান রাজ্যপাল। সূত্রের আরও খবর, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ কমিশনারের উত্তরে সন্তোষপ্রকাশ করেন সিভি আনন্দ বোস। তবে তিনি বিষয়টি দিল্লিতে জানাবেন বলেও জানান। সূত্রের খবর, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গেও ফোনে কথা বলেন রাজ্যপাল।
আরও পড়ুন ; "বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা পৃথিবীর কোথাও হয় না", স্বরাষ্ট্রসচিব-সিপিকে কড়া বার্তা রাজ্যপালের