সৌভিক মজুমদার, কলকাতা: ক্ষোভপ্রকাশ করেও সিবিআইয়ের (CBI) তদন্তে আস্থা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay)। এদিন, সিবিআইয়ের উদ্দেশ্যে বিচারপতি বলেন, ‘সিবিআই ম্যাজিক দেখাতে পারে, আশা করব, তারা দেখাবে। কেন সময় লাগছে, তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। সিবিআই যেন নিজেদের জায়গা ধরে রাখতে পারে, তা দেখতে হবে’।                                            


আর কী বলেছেন বিচারপতি? 



  • ‘যারা প্রকৃত যোগ্য, তারা কেন চাকরি পাননি? সেটা জানতেই হবে’

  • ‘কেন যোগ্যরা চাকরি পাননি, না জানলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে’

  • ‘না জানলে চাকরিপ্রার্থীদের কোনও বিশ্বাস থাকবে না প্রশাসন, বিচারব্যবস্থায়’

  • ‘বিচারব্যবস্থা যোগ্যদের কথা ভাবে, রাজ্যের ভবিষ্যতের কথা ভাবে’

  • ‘সিবিআইয়ের উপর আমার আশা আছে, বুঝতে পেরেছি কেন সময় লাগছে’

  • ‘কেউ আমার কাছে জানতে চেয়েছিল, মুড়ি-মুড়কির মতো সিবিআই দিচ্ছি’

  • ‘আমি উত্তরে বলেছি, মুড়ি-মুড়কির মতো দুর্নীতি, তাই সিবিআই’


আরও পড়ুন, সিবিআইয়ের সমালোচনা করেছেন দেখে খুশি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যর প্রতিক্রিয়া সৌগতর


এদিকে আজ সুপ্রিম কোর্টে মামলা, ওএমআর শিট সংক্রান্ত রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট। ওএমআর শিট সংক্রান্ত সিবিআইয়ের রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট। সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়ার পরামর্শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সিট সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য।  সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলা, তাই রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট, এমনটাই খবর। 


অন্যদিকে, চাকরিপ্রার্থীদের ধর্নার বিরোধিতায় সম্প্রতি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আবেদনে বলা হয়, প্রতিবাদকে দুর্ভোগ বানানো যায় না। ট্রাফিকের সমস্যা তৈরি হতে দেওয়া যায় না। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি।