কলকাতা:  নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI)-এর ভূমিকায় অসন্তোষ প্রকাশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের । সিটের কয়েকজন আধিকারিক ঠিকমতো কাজ করছেন না, মন্তব্য বিচারপতির। প্রয়োজনে তাঁদের বদল করা হতে পারে, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি।                                               


নিয়োগ দুর্নীতি মামলায় আসল অপরাধীরা কবে ধরা পড়বে? এই প্রশ্ন তুলে ২ দিন আগেই উষ্মা প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এই সংক্রান্ত মামলায় তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন। SSC থেকে টেট, গ্রুপ সি থেকে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার সিবিআইকে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই বিশেষ তদন্তকারী দল গড়ে তদন্তে নামে সিবিআই।                                                 


আরও পড়ুন, ঐতিহাসিক রায়, আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণের পক্ষেই শীর্ষ আদালত


এরপর সময়ে সময়ে কেন্দ্রীয় এজেন্সির জালে ধরা পড়েছেন একের পর এক হেভিওয়েট মন্ত্রী, বিধায়ক থেকে শিক্ষা দফতরের কেউকেটারা  - কে নেই সেই তালিকায়। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় আসল অপরাধীরা কে? 


এদিকে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের সমালোচনা করেছেন দেখে খুশি। এদিন এমনটাই প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 


এদিন, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'যারা প্রকৃত যোগ্য, তারা কেন চাকরি পাননি? সেটা জানতেই হবে। কেন যোগ্যরা চাকরি পাননি, না জানলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হবে। না জানলে চাকরিপ্রার্থীদের কোনও বিশ্বাস থাকবে না প্রশাসন, বিচারব্যবস্থায়। 


তিনি এও বলেন, ‘বিচারব্যবস্থা যোগ্যদের কথা ভাবে, রাজ্যের ভবিষ্যতের কথা ভাবে। সিবিআইয়ের উপর আমার আশা আছে, বুঝতে পেরেছি কেন সময় লাগছে। কেন সময় লাগছে, তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। সিবিআই যেন নিজেদের জায়গা ধরে রাখতে পারে, তা দেখতে হবে’, সিবিআইয়ের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।