সৌভিক মজুমদার, কলকাতা: জলপাইগুড়ি পুরসভার নারী ও শিশুকল্যাণ দফতরের প্রাক্তন চেয়ারপার্সন ও তাঁর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় SIT গঠনের ইঙ্গিত দিল কলকাতা হাইকোর্ট। SIT-এ কারা থাকবেন, আগামী শুক্রবার তাঁদের নাম জমা দিতে রাজ্যকে নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতির মন্তব্য, যদি কোনও সন্দেহ নাও থাকে, উচ্চ পদস্থ অফিসাররা যুক্ত থাকলে CBI তদন্ত হতে পারে।
SIT গঠনের ইঙ্গিত: জলপাইগুড়ি পুরসভার নারী ও শিশুকল্যাণ দফতরের প্রাক্তন চেয়ারপার্সন ও তাঁর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত নিয়ে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। এদিন মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন তোলেন, ২ এপ্রিল এফআইআর হল, অথচ ২৯ এপ্রিল অভিযুক্তদের নোটিস কেন? আইও কি ২০ দিন চিঠি নিয়ে সন্দেহে ছিলেন? এটা তদন্তের সময়, কিছু প্রমাণের নয়। তদন্ত করে চিঠির হাতের লেখা ভিন্ন বলতে পারতেন। যদি কোনও সন্দেহ নাও থাকে, উচ্চ পদস্থ অফিসাররা যুক্ত থাকলে সিবিআই তদন্ত হতে পারে। জনগণের বিশ্বাস অর্জনের জন্য সিবিআই হতে পারে। এই এজলাসে প্রচুর মামলায় শিশু পাচারের বিষয় উঠে এসেছে। যেখানে উচ্চ পদস্থ আধিকারিক, রাজনৈতিক নেতাদের নাম উঠে এসেছে। হতে পারে মৃত ব্যক্তি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মৃত্যু কাম্য নয়। তদন্তের শুরুতেই অন্য কোনও তদন্তকারী সংস্থাকে দিলে ভুল হবে না।
গত ১ এপ্রিল সকালে জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় উদ্ধার হয় পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন সুবোধ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী অপর্ণা ভট্টাচার্যর দেহ। দম্পতির মৃত্যুর পরপরই ভাইরাল হয় চারপাতার একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে সুবোধ ভট্টাচার্যর স্ত্রী অপর্ণা ভট্টাচার্যর নামে লেখা রয়েছে, ২০১৭ সালে শিশুপাচার চক্রের পর্দাফাঁস করায় তাঁদের দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করা হচ্ছিল। চাপের মুখেই তাঁরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। ঘটনার জন্য দায়ী জেলার যুব তৃণমূল সভাপতি, আইনজীবী ও পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়-সহ চার জন।
ভাইরাল সুইসাইড নোটকে হাতিয়ার করে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ও যুব তৃণমূলের জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায়-সহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। যিনি মৃত সুবোধ ভট্টাচার্যর দিদি। ভাইয়ের মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ হন বিজেপি বিধায়ক। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?