সৌভিক মজুমদার, কলকাতা : যুধিষ্ঠিরের পর এবার বাল্মীকি! নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় এবার বাল্মীকি-র উপমা টানলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। আমাদের দেশের পুরাণ অনুযায়ী দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন। এটা ভাল লক্ষণ। অসুবিধা কোথায়? মন্তব্য় করেন বিচারপতি। 


সাহিত্য থেকে পুরাণ ! নিয়োগ দুর্নীতিতে একাধিক উপমা


SSC-মামলায় পুরাণ থেকে সাহিত্য়ের প্রসঙ্গ। যুধিষ্ঠির, লেডি ম্য়াকবেথের পর এবার বাল্মীকি। ৬ হাজার বছরের সাধনায় দস্য়ু রত্নাকর হয়েছিলেন বাল্মীকি। নিয়োগ দুর্নীতি মামলায় এবার যুধিষ্ঠিরের পর উঠে এল সেই বাল্মীকি-র উপমা। গ্রুপ ডি নিয়োগ মামলা থেকে, গোঠা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতি। দুই মামলার শুনানিতেই বিচারপতি বিশ্বজিৎ বসুর মুখে রামায়ণ-রচয়িতার প্রসঙ্গ। 


সৎ সাজছে কমিশন ! অভিযোগ


নিয়োগ দুর্নীতি মামলায়, ৯৫২ জন শিক্ষক-শিক্ষিকার মামলার শুনানি শুক্রবার ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শিক্ষক-শিক্ষিকাদের একাংশের আইনজীবীরা সওয়ালে বলেন, কমিশন এখন সৎ সাজছে। যুধিষ্ঠির হওয়ার চেষ্টা করছে। আগের লোকেদের খারাপ প্রমাণের চেষ্টা করছে। একথা শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন। এটা ভাল লক্ষণ। অসুবিধা কোথায় ?


সুযোগ আদালতের


এর আগে বৃহস্পতিবারও হাইকোর্টে উঠে এসেছিল যুধিষ্ঠির প্রসঙ্গ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে তাঁদের আইনজীবী সওয়াল করেন, কমিশনের আধিকারিকরা গা বাঁচিয়ে চলার চেষ্টা করছেন। তাঁরা প্রমাণ করতে চাইছেন, যে আগের সব আধিকারিক ভুল ছিলেন। কিন্তু, এসএসসি বুঝিয়ে দেয়, তারা অবস্থানে অনড়। আদালতে এসএসসি-র আইনজীবী স্পষ্ট সওয়াল করেন, দেড়বছর লেগেছে কমিশনের যুধিষ্ঠির হতে, একদিনে হয়নি। বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের মুখে শোনা গেছিল উইলিয়াম শেক্সপিয়রের ম্য়াকবেথের প্রসঙ্গও। এসএসসি-র আইনজীবীর উদ্দেশে তিনি বলেছিলেন, কমিশনের অবস্থা এখন লেডি ম্যাকবেথের মতো। একদিন পর আবার বাল্মীকির উপমা জুটল এসএসসি-র।


দুর্নীতির পর্দাফাঁস, যাচ্ছে অযোগ্যদের চাকরি


প্রসঙ্গত, স্কুলের নিয়োগে দুর্নীতির মামলায়, এসএসসি-র একাধিক প্রাক্তন শীর্ষকর্তা এখন জেলে। তাঁদের বিরুদ্ধে বেনজির কারচুপি করে, অযোগ্য় প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। এখন হাইকোর্টের নির্দেশে, সেই অযোগ্য় প্রার্থীদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। ১০ ফেব্রুয়ারি OMR শিট দুর্নীতির মামলায়,  ৭ মিনিটে চাকরি গেছিল ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর। 

আরও পড়ুন- 'টাকা দাও বললেই গুপী গাইন বাঘা বাইনের মতো মিষ্টি চলে এল ! ম্যাজিশিয়ান নই'